এবার ট্রেন থেকে নামলেই মেট্রো! শিয়ালদায় নতুন পরিকল্পনা শুরু রেলের

বাংলাহান্ট ডেস্ক : রেলের পক্ষ থেকে বড় উপহার শিয়ালদা মেট্রোর যাত্রীদের জন্য। এবার থেকে খুব সহজেই শিয়ালদা (Sealdah) মেট্রো স্টেশনে প্রবেশ করতে পারবেন শিয়ালদার উত্তর ও দক্ষিণ শাখার রেল যাত্রীরা। রেলের পক্ষ থেকে তৈরি করা হয়েছে নতুন টানেলের। জানা যাচ্ছে ভূগর্ভ এই পথ খুব শীঘ্রই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।

শিয়ালদা উত্তর শাখা থেকে কোলে মার্কেট ও শিয়ালদা আদালত যাওয়ার জন্য ছিল একটি ভূগর্ভ পথ। যেটি ১০ মিটার চওড়া এবং ১৪৪ মিটার লম্বা। কিন্তু শিয়ালদা মেট্রো স্টেশন এর পশ্চিম অংশের কাজের জন্য ভাঙতে হয় দু দশক পুরনো এই ভূগর্ভ পথ। প্রাথমিক অবস্থায় সেই ভূগর্ভ পথ ভাঙা নিয়েও নানান জটিলতা তৈরী হয়েছিল।

এরপর উত্তর শাখার রেল যাত্রীরা যাতে সহজে শিয়ালদা মেট্রো স্টেশনে পৌঁছাতে পারেন সেই উদ্দেশ্যে নতুন করে টানেল তৈরির কাজ শুরু করা হয়। দু দশকের পুরনো সেই টানেলের দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়। ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশনের সাথে যুক্ত করা হয় নয়া টানেলকে। আর এই নয়া টানেল যে যেট্রোযাত্রীদের জন্য সোনায় সোহাগা হবে তা বলাই বাহুল্য।

মেট্রো স্টেশনের সাথে এই নতুন টানেলের সংযুক্তিকরণের কাজ শেষ হয়েছে সপ্তাহ দুয়েক আগে। এই টানেল শুরু হলে এবার থেকে সহজেই শিয়ালদার উত্তর শাখার রেল যাত্রীরা পৌঁছে যেতে পারবেন শিয়ালদা মেট্রো স্টেশনে। অন্যদিকে মেট্রো থেকে নেমে ট্রেন ধরতে হলে এই টানেলের মধ্যে দিয়ে সহজে পৌঁছে যাওয়া যাবে শিয়ালদা স্টেশনে।

sealdah station

শিয়ালদা মেট্রো স্টেশন থেকে এখন প্রায় দৈনিক ২০-২৫ হাজার যাত্রী মেট্রোয় চাপেন। অপরদিকে শিয়ালদা থেকে এসপ্ল্যানেড স্টেশন পর্যন্ত সংযুক্তিকরণ এর কাজও দ্রুত গতিতে হচ্ছে। এমন অবস্থায় হাওড়া ময়দান থেকে সরাসরি সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্টের এই মেট্রো রুট চালু হয়ে গেলে যাত্রীদের চাপ আরো বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছে মেট্রো কর্তৃপক্ষ।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর