মুম্বাই পুলিশ কঙ্গনাকে সহযোগিতা না করলে, দায়িত্ব কাঁধে নেবে স্বরাষ্ট্র মন্ত্রক

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) মুম্বাই পৌঁছানোর পর ওনার উপর হামলার আশঙ্কা বেড়ে গিয়েছে। ইন্টেলিজেন্স এজেন্সি গুলো এই বিষয়ে কেন্দ্র সরকারকে অবগত করিয়েছে। ইন্টেলিজেন্স রিপোর্টে চণ্ডীগড় আর মুম্বাই এয়ারপোর্ট এবং অন্যান্য জায়গার নাম উল্লেখ করা হয়েছে। কঙ্গনাকে আপাতত ‘Y+” ক্যাটাগরির সুরক্ষা প্রদান করা হয়েছে।

সুত্র অনুযায়ী, মুম্বাই পুলিশের থেকে পর্যাপ্ত সহযোগিতা না পাওয়া গেলে সেই বিষয়ে অভিনেত্রীকে Y+ সুরক্ষা প্রদান করা সিআরপিএফ এর কম্যান্ডোর টিম স্বরাষ্ট্র মন্ত্রালয়কে সরাসরি রিপোর্ট করবে। আর দুজন কম্যান্ডো ২৪ ঘণ্টা কঙ্গনার সুরক্ষার জন্য মোতায়েন থাকবে। একজন সিভিল ড্রেসে থাকবেন, আর একজন CRPF এর উরদিধারি কম্যান্ডোর থাকবেন। দুজনের কাছেই হাতিয়ার থাকবে।

Y+ শ্রেণীর সুরক্ষায় প্রায় ১৫ জন সুরক্ষা কর্মী প্রদান করা হয়। ওনারা তিনটি শিফটে ডিউটি করেন। বাড়ি আর অফিসেও কড়া সুরক্ষা থাকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয়কে আইবি অথবা CRPF থেকে কঙ্গনার বিপদ নিয়ে কোন রিপোর্ট পাঠানো হলে, মন্ত্রালয় আরও সুরক্ষা বাড়ানোর কথা ভাবতে পারে। এর মানে এই হল যে, এরপর কঙ্গনার বিপদ আসলে ওনাকে Z সিকিউরিটি দেওয়া হতে পারে।

সুত্র থেকে জানা গিয়েছে যে, যদি কোন রাজ্য Y+ শ্রেণীর সুরক্ষায় থাকা ব্যাক্তিদের স্থানীয় স্তরে সুরক্ষা দিতে ঢিল দেয়, তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রালয় সেই রাজ্যকে কড়া সুরক্ষা দেওয়ার জন্য আবেদন জানাবে। আইবি এর রিপোর্টে সেই ব্যাক্তির সুরক্ষা আর কড়া করা হতে পারে।

কঙ্গনা বুধবার মুম্বাই পৌঁছেই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে কে আক্রমণ করেন। কঙ্গনা একটি ভিডিওতে বলেন, ‘উদ্ভব ঠাকরে আপনি কি ভাবছেন আপনি ফিল্ম মাফিয়ার সাথে মিলে আমার বাড়ি ভেঙে বড় বদলা নিয়েছেন? আজ আমার বাড়ি ভেঙেছে, কাল আপনার অহংকার ভাঙবে। এটা সময়ের চাকা, মনে রাখবেন, সবসময় সবকিছু এক থাকে না, আমার মনে হয় আপনি আমার অনেক উপকার করে দিয়েছেন। কারণ আমি জানতাম কাশ্মীরি পণ্ডিতদের সাথে কেমন অত্যাচার হয়েছিল, কিন্তু সেটা আজ অনুভবও করলাম।”

সুত্র অনুযায়ী, কঙ্গনা আগামী কয়েকদিন মুম্বাইতেই থাকবেন, আর সেই কারণে আগামী কয়েকদিন স্থানীয় পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওনার জন্য স্থানীয় সুরক্ষা মজবুত করা আর যাতায়াত রুট ক্লিয়ার করতে হবে, এই সবকিছুই মুম্বাই পুলিশের হাতে থাকবে। স্থানীয় গোয়েন্দা বিভাগ তথ্যের জন্য মুম্বাই পুলিশের সাহায্য নেবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর