টাইমলাইনটাকা পয়সাখেলাআন্তর্জাতিকক্রিকেট

“এটা বৈদেশিক চক্রান্ত, ভারত ঘুরে দাঁড়াবে”, সকলকে চমকে দিয়ে আদানির পাশে দাঁড়িয়ে মন্তব্য সেওবাগের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হিন্ডেনবার্গের (Hindenburg) প্রকাশিত একটি রিপোর্ট সামনে আসার পর আপাতত চূড়ান্ত বেকায়দায় আদানি গ্রুপ। চলতি বছরের জানুয়ারি মাসের শেষ দিক থেকে স্টক ম্যানিপুলেশনের অভিযোগের কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গৌতম আদানি (Gautam Adani) কংগ্লোমারেট। মানুষের ভরসা উঠে যাচ্ছে তার ওপর থেকে। কিভাবে গত ১০ বছরে তাদের উন্নতি হয়েছে তার পেছনে নানান রকম নেতিবাচক কারণ খুঁজে বার করছে মানুষ। তো এই কঠিন অবস্থায় আদানি গ্রুপের পাশে দাঁড়ালেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সেওবাগ (Virender Sehwag)।

crockex

ভারতের প্রাক্তন ওপেনার এই ব্যাপারটিকে একটি বৈদেশিক চক্রান্ত বলে মনে করছেন। নবাব অফ নাজফগড় ইতিমধ্যেই মন্তব্য করেছেন যে, “গোরারা ভারতীয়দের উন্নতি দেখতে পারে না।” তাদের এই পূর্বনতির পেছনে একটা সুস্থ পরিকল্পনা কাজ করছে বলে মনে করছেন সেওবাগ। তার এই মন্তব্য ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা।

সেওবাগ আরও বলেছেন, ‘যতই চেষ্টা করে নাও, ভারতীয়রা আরো শক্তিশালী হয়ে উঠবে। সব সময় এমনটা হয়ে এসেছে, এবারও তাই হবে, এসব চেষ্টা করে লাভ নেই।’ তবে বীরেন্দ্র সেওবাগ এমন মন্তব্য করে বেশ কিছু নেতিবাচক প্রতিক্রিয়ার শিকার হয়েছেন সোশ্যাল মিডিয়া।

sehwag pc

নেটিজেনদের সরাসরি সেওবাগকে বলেছেন যে প্রথম কথা হলো আদানি গ্রূপ, গোটা ভারতের প্রতিনিধিত্ব করে এমনটা বড় ভুল ধারণা। ভারতকে এতটা ছোট করে দেখাটা বোধহয় ঠিক নয়। দ্বিতীয়তঃ এই যদি ধারণা হয়ে থাকে তাহলে আরশীঘ্রই একটা তদন্ত শুরু হওয়া দরকার এবং তার ফলাফল জানার জন্য আমরা সবাই আগ্রহী হয়ে থাকবো। আমরাও জানতে চাই কার ভুল এটা।

তবে বেশ কিছু সংখ্যক এমন মানুষও আছেন যারা সেওবাগকে এই বক্তব্যের জন্য কুর্নিশ জানিয়েছেন। তিনি যে নিজের মাঠের মেজাজের মতোই গৌতম আদানির পাশে দাঁড়িয়েছেন সেই ব্যাপারটা উপলব্ধি করে অনেকে খুশি। তবে সরাসরি এমন মন্তব্য রেখে বেশ কিছু ভক্তকে যে চিরকালের জন্য হারিয়ে ফেললেন সেও বাঘ তাতে বোধহয় কোনও সন্দেহ নেই।

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker