নাম না করে সৌরভকে এগিয়ে রেখে বিরাট কোহলিকে পরোক্ষ খোঁচা মারলেন সেওবাগ? উঠছে প্রশ্ন

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আইপিএল (IPL 2023) এবারের মত শেষ হয়ে গিয়েছে। এখন ভারতীয় ক্রিকেট ভক্তরা দিন গুনছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final)। ৭ই জুন থেকে ইংল্যান্ডের ওভালে এই ফাইনাল খেলতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ভারত (India vs Australia)। তার আগে পরোক্ষভাবে বিরাট কোহলিকে (Virat Kohli) নিয়ে একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন বীরেন্দ্র সেওবাগ (Virendar Sehwag)। যদিও নিজের মন্তব্যে তিনি সরাসরি বিরাট কোহলির সমালোচনা করেননি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটি সাক্ষাৎকারে ২০০৭ ওডিআই বিশ্বকাপ প্রসঙ্গে কথা বলেছেন সেওবাগ। চলতি বছরেও ওডিআই বিশ্বকাপ আয়োজিত হবে আর সেটি হবে ভারতের মাটিতেই। শেষবার ভারত কোন ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছিল ২০১১ সালে এবং সেইবার ধোনির নেতৃত্বে ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ট্রফি ঘরে এসেছিল।

সেই ট্রফি জয়ের জন্য সেওবাগের যতটা আনন্দ আছে, ঠিক ততটাই আফসোস রয়েছে ২০০৭ ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বেই ভারতের ছিটকে যাওয়া নিয়ে। এবার রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কার কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল। ভারত চেয়ে অত তাড়াতাড়ি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে এটা কেউই কল্পনা করতে পারেননি। টিকিট না থাকায় টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েও ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই অবস্থান করতে হয়েছিল গোটা দলকে।

বীরেন্দ্র সেওবাগ জানিয়েছেন তিনি মনে করেন ভারতের সেই বারের দলটা অন্য যে কোন বিশ্বকাপের দলের চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল। ২০১১ সালে বিশ্বকাপ জিতলেও ২০০৭ সালের দলকে বেশি শক্তিশালী বলে চিহ্নিত করেছেন সেওবাগ। তার এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

sehwag pc

অনেকেই বলেছেন ২০০৭ এবং ২০১১ বিশ্বকাপে ভারতের ব্যাটিংয়ে মূলত দুটি পরিবর্তন ছিল টপ অর্ডারে। রবিন উথাপ্পার জায়গায় দলে এসেছিলেন গৌতম গম্ভীর। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দলে ছিলেন বিরাট কোহলি। ২০০৭ বিশ্বকাপের ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়ের জায়গায় ২০১১ বিশ্বকাপে খেলেছিলেন সুরেশ রায়না। গৌতম গম্ভীর যে কোনওদিন রবিন উথাপ্পার চেয়ে বেশি সফল বলে গণ্য হবেন। সুরেশ রায়না পরিসংখ্যানের দিক দিয়ে রাহুল দ্রাবিড়ের চেয়ে পিছিয়ে থাকলেও তিনি তারকা ওডিআই ক্রিকেটার নন এমনটা কেউই বলতে পারবেন না।

তাহলে শুধু একটাই জায়গা বাকি থেকে যায় এবং সেটা হল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বিরাট কোহলির তুলনা। সে অবাক কি তাহলে বলতে চেয়েছেন ২০০৭ সালের সৌরভ গঙ্গোপাধ্যায় ২০১১ সালের বিরাট কোহলির চেয়ে বেশি বড় মাপের ক্রিকেটার। সরাসরি এই নিয়ে কোনও মন্তব্য করেননি, কিন্তু তাও তাকে বিরাট কোহলি ভক্তদের আক্রমণের সামনে পড়তে হচ্ছে।

 

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর