পিএম কিষানের কিস্তি আটকে আছে? অনলাইনে ফর্ম আপডেটেই মিলবে সমাধান, জেনে নিন ২০২৫-এর নিয়ম

Published on:

Published on:

Self-Edit Option Reopens with PM Kisan Update New 2025 Rules
Follow

বাংলা হান্ট ডেস্কঃ পিএম কিষানে আবেদন করার পরও বহু কৃষক তাঁদের কিস্তির টাকা পাচ্ছিলেন না। বেশিরভাগ ক্ষেত্রেই এর কারণ ছিল আবেদনপত্রে থাকা ভুল তথ্য, বিশেষ করে জমির রেকর্ডে গরমিল। সেই সমস্যার সমাধানেই পোর্টালে আবার চালু করা হয়েছে ‘Edit/Update Self Registered Farmer Details’ অপশন (PM Kisan Update)। ২০২৫ সালে এই সংশোধন প্রক্রিয়ায় আনা হয়েছে কিছু নতুন নিয়ম, যা কিস্তি পেতে খুবই গুরুত্বপূর্ণ।

কেন এই সংশোধন দরকার হয়ে উঠল (PM Kisan Update)?

পিএম কিষান যোজনার (PM Kisan Update) টাকা পেতে আবেদনকারীর জমির তথ্য, নাম, ঠিকানা, সব কিছুই সরকারি রেকর্ডের সঙ্গে পুরোপুরি মিলতে হয়। কোথাও ভুল বা গরমিল থাকলেই কিস্তি আটকে যায়। এই কারণেই বহু কৃষকের টাকা গত কয়েক মাস ধরে বন্ধ ছিল।

২০২৫ সালে কী বড় পরিবর্তন এল?

অনেকদিন পর এই বছর নতুন নিয়মে আবার শুরু হলো সংশোধন প্রক্রিয়া। ২০২৫ সালের আপডেটে (PM Kisan Update) আবেদনকারীর তথ্য আরও নিখুঁতভাবে যাচাই করা হবে। জমির রেকর্ডের সঙ্গে তথ্য না মিললে সঙ্গে সঙ্গে সংশোধন করতে হবে, নইলে কিস্তি আসবে না।

বাড়িতে বসে কীভাবে ভুল ঠিক করবেন?

পোর্টালে ফের সক্রিয় হয়েছে Self Edit/Update অপশন। এর মাধ্যমে কৃষকরা নিজেই বাড়িতে বসে নাম, ঠিকানা, জমির বিবরণ, যে কোনও ভুল তথ্য ঠিক করতে পারবেন। সংশোধন সম্পন্ন হলেই কিস্তি পাওয়ার সমস্যাও দূর হবে (PM Kisan Update)।

Self-Edit Option Reopens with PM Kisan Update New 2025 Rules

আরও পড়ুনঃ ‘সম্মেলন নয়, ধর্মীয় শক্তি দেখাব’, ১ লক্ষ হাফেজ নিয়ে কোরান পাঠের ঘোষণা হুমায়ুনের

কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন?

যাঁরা এতদিন তথ্যের ভুলের কারণে কিস্তি পাচ্ছিলেন না, জমির রেকর্ডে সমস্যা ছিল বা আবেদনপত্রে অসামঞ্জস্য ছিল, তাঁদের জন্য এই আপডেট (PM Kisan Update) অত্যন্ত জরুরি। সংশোধন করলেই কিস্তি ফের স্বাভাবিকভাবে অ্যাকাউন্টে আসবে।