আইএসআই এজেন্ট মন্তব্যের জন্য সায়ন্তন কে ক্ষমা চাইতে হবে: মহম্মদ সেলিম, সিপিএম নেতা

বাংলা হান্ট ডেস্ক : এক সময় মনে করা হয়েছিল রাজ্যে বিজেপি ও সিপিএম এ বার জোট বাঁধতে পারে কিন্তু সেই ধারণা কার্যত নস্যাত্ করে দিয়ে আবারও প্রকাশ্যে বিজেপি সিপিএম সংঘাত অব্যাহত, আইএসআই এজেন্ট বলেই মন্তব্য করায় বিজেপি নেতা সায়ন্তন বসুকে আইনি নোটিস পাঠালেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। শুধু নোটিস পাঠানো নয় ওই নোটিসে ক্ষমা চাইতে বলা হয়েছে সায়ন্তন বসুকে আর ক্ষমা না চাইলে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মোহাম্মদ সেলিম। এমনকি মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন প্রাক্তন সাংসদ।

চলতি মাসের শুরুর দিকেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটি মন্তব্য উদ্ধৃত করে সিপিএম নেতা সেলিম টুইট করে বলেন বিজেপিকে অসভ্য ও বর্বরদের দল বলেছিলেন কমরেড জ্যোতি বসু, তাই বিজেপির বড় বড় তাঁকে আটকাতে হবে রাজ্যবাসীর, একই সঙ্গে রামকৃষ্ণ ও স্বামী জি প্রসঙ্গ তুলে ধরে তারা নিজের ধর্মকে ভালো রাখার জন্য অন্য ধর্মকে ধ্বংস করে দেওয়ার কথা কখনওই বলেননি বলে মন্তব্য করেছিলেন তিনি। সেলিমের ওই মন্তব্যের জেরে টুইটারের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল যার জেরে টুইটার কর্তৃপক্ষ সেলিমের টুইটার অ্যাকাউন্টটি বন্ধ করতে বাধ্য হয়।

ঠিক তখনই সাফাই গাইতে সেলিম বিজেপির হিংসাত্মক টুইট প্রসঙ্গ টেনে এনে বিজেপি যাতে বিষ ছড়াতে না পারে তার জন্যই তিনি জ্যোতি বসুর মন্তব্য উদ্ধৃত করে টুইট করেছিলেন বলে জানান একই সঙ্গে ধর্মীয় বিভাজনের রাজনীতি থেকে মানুষকে দূরে থাকতে হবে বলে মন্তব্য করেছিলেন সেলিম পাশাপাশি যাঁরা সম্প্রীতির আওয়াজ তুলছে তাদেরই আওয়াজ বন্ধ করে দেওয়া হচ্ছে বলেও দাবি জানিয়েছিলেন সেলিম।

সেলিমের মন্তব্যের জেরে একটি সংবাদমাধ্যমে সাক্ষাত্কার দিতে গিয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু সেলিমকে আইএসআই এজেন্ট বলে সম্বোধন করে তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া যথোপযুক্ত কাজ হয়েছে বলে মন্তব্য করেন। তাই এ বার সেলিমের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জন্য সায়ন্তন বসুকে আইনি নোটিস পাঠালেন তিনি।

সম্পর্কিত খবর