দুর্নীতি ইস্যুতে বেফাঁস সেলিম! নাম না করে মুখ্যমন্ত্রীকে ‘ডাকাত রানী’ খোঁচা বাম নেতার

বাংলা হান্ট ডেস্কঃ ‘সম্পূর্ণরূপে দুর্নীতিতে ভরে গিয়েছে রাজ্য। অতীতেও একাধিকবার আমরা এর বিরুদ্ধে অভিযোগ করেছিলাম, কিন্তু কেউ আমাদের কথায় কর্ণপাত করেনি। বর্তমানে এই সকল ইস্যুগুলি মানুষের সামনে প্রকাশ্যে এসেছে’, হাওড়ার (Howrah) বালিতে সমাবেশে উপস্থিত হয়ে এদিন ঠিক এই ভাষাতেই তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) আক্রমণ শানালেন সিপিএম (Cpim) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Mohammod Selim)। একইসঙ্গে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ‘ডাকাত রানী’ বলেও কটাক্ষ করেন তিনি।

সাম্প্রতিক সময়ে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির পাশাপাশি গরু এবং কয়লা পাচার মামলায় চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনুব্রত মণ্ডল, মানিক ভট্টাচার্যদের গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এই পরিস্থিতিতে প্রতিদিন একাধিক চাঞ্চল্যকর তথ্য শিরোনামে এসে চলেছে। এর মাঝে এদিন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চরম কটাক্ষ করলেন সেলিম।

হাওড়ায় বালির একটি সমাবেশে উপস্থিত হয়ে বাম নেতা বলেন, “তৃণমূল সরকারের সময়কালে স্কুল সার্ভিস কমিশন থেকে শুরু করে প্রাইমারি এবং আপার টেট নিয়োগে একের পর এক দুর্নীতি করা হয়েছে। আমরা এর অনেক আগে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছিলাম। তবে কেউ আমাদের কথা বিশ্বাস করতে চায়নি। বর্তমানে সকলের সামনে এসে গিয়েছে দুর্নীতি।”

তিনি আরো বলেন, “কাউকে কোন কথা বলতে দেওয়া হয়নি। কেউ মিটিং করতে পারত না, স্ট্রাইক করা থেকে পোস্টার লাগাতে পারবে না। এমনকি কলেজে পড়ুয়াদের এসএফআই পর্যন্ত করতে হবে না, এহেন নির্দেশ দেওয়া হয়েছিল। আসলে চোর যখন চুরি করে, সবাইকে চুপ করতে বলে। ঠিক তেমনভাবেই ডাকাত রানীর ডাকাতি করার সময়ে সবাইকে চুপ করানো হয়েছিল।” এদিন নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ডাকাত রানী’ বলে আক্রমণ শানান সেলিম।

উল্লেখ্য, বর্তমানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উদ্দেশ্যে মন্ত্রী অখিল গিরির অপমানজনক মন্তব্যকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক প্রেক্ষাপট। তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে বিজেপি। এদিন সেই প্রসঙ্গটিকে সামনে এনে সেলিম বলেন, “রাজ্যের মন্ত্রী যা করেছে, তা অন্যায়। কিন্তু মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন।”

md selim 1

একইসঙ্গে পুলিশকে খোঁচা দিয়ে তাঁর বক্তব্য, “ওরা আমাদের ঘরের ছেলে। কিন্তু ওদেরকে স্থায়ী চাকরি না দিয়ে আনিস খানকে খুন করানো হচ্ছে, বেকার ছেলেমেয়েদের উপর লাঠিপেটা করছে। আসলে পুলিশকে সামনে রেখে এ ঘাট আর ও ঘাট দিয়ে কালীঘাটে গিয়ে টাকা জমা হচ্ছে। বর্তমানে এসব প্রকাশ্যে এসেছে।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর