আবার মুখোমুখি আর্জেন্টিনা বনাম ব্রাজিল

বাংলা হান্ট ডেস্ক: বিশ্বের সর্বকালের সেরা তালিকায় তার নাম বলতেই হয়। কিন্তু তা সত্বেও দেশের হয়ে কাপ আনতে পারেনি লিওনেল মেসি। তাই কোপা আমেরিকায় নিজের দেশের হয়ে কাপ পাওয়ার জন্য মরিয়া এল এম ১০।

   

শনিবার ভোররাতে ফুটবল প্রেমীরা দেখল আর্জেন্টিনা বনাম ভেনেজুয়েলার একটি অনবদ্য ম্যাচ৷ রিও দে জেনেইরোর এই ম্যাচটিকে ফুটবলে রূপকথা বলাই যায়৷ ম্যাচের ফলাফল হিসেবে ভেনেজুয়েলা কে ২ -০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠলো আর্জেন্টিনা। সুতরাং সেমি ফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ম্যাচ দেখার সুযোগ হলো ফুটবল প্রেমীদের৷

ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠতে বেশ বেগ পেতে হল মেসি, আগুয়েরোদের৷ ফুটবল বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার সঙ্গে ম্যাচে যে ফুটবলটি খেলল আর্জেন্টিনা, তা একেবারেই সাধারণ মানের৷ তার ফলে সেমি ফাইনালে ব্রাজিলের মতো প্রতিপক্ষের সম্মুখীন হওয়ার ক্ষেত্রে, চিন্তার ভাঁজ থেকেই যাচ্ছে মেসিদের৷

বিশ্বের সর্বকালের সেরাদের তালিকায় থাকলেও, লিওনেল মেসির হাতে দেশের হয়ে বিশ্বকাপ ওঠেনি৷ তাই অন্তত কোপা আমেরিকার কাপ হাতে নেওয়ার জন্য মরিয়া এলএম টেন৷ প্রথমার্ধ্বে মার্টনেজ ও দ্বিতীয়ার্ধ্বে লো সেলসোর গোলে সেমি ফাইনালের টিকিট সুনিশ্চিত করল আর্জেন্টিনা৷ মেসি এ দিন গোল না-পেলেও দায়িত্ব নিয়ে গোল করালেন৷

এ দিনের ম্যাচে শুরুতেই গোল পেতে পারত আর্জেন্টিনা৷ আগুয়েরোর শটে ম্যাচের ৩ মিনিটেই গোল হতে পারত৷কিন্তু তা না হওয়ায় ১০ মিনিটের মাথায় মেসির দুর্দান্ত কর্নার কিকে ভর করে মার্টিনেজের গোলে এগিয়ে যান মেসিরা৷

মেসির কর্নার কিক থেকে বল আগুয়েরোর পায়ে, সেখান থেকে নির্ভাল পাস মার্টিনেজকে এবং গোল৷ দ্বিতীয়ার্ধ্বে একেবারেই সাধারণ মানের ফুটবল খেলল আর্জেন্টিনা৷ ৭৪ মিনিটে ভেনেজুয়েলার গোলরক্ষকের ভুলে গোলের ব্যবধান আরও বাড়িয়ে নেয় আর্জেন্টিনা৷ আগুয়েরোর শট লুফে নিতে ব্যর্থ হতেই ফাঁকা গোলে বল ঢুকিয়ে দেন দেন লো সেলসো৷

আগামী বুধবার (৩ জুলাই) মেনেইরোতে কোপার সেমিফাইনালে মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনা৷ আপাতত ফুটবল প্রেমিকা সেই হাইভোল্টেজ ম্যাচের জন্য প্রহর গুনছে।

সম্পর্কিত খবর