বাজেটের আগের দোলাচলে সকাল থেকেই পতন শেয়ার বাজারে

বাংলাহান্ট ডেস্কঃ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাজেট। ২০১৯ সালের ক্ষমতায় আসার পর এটাই প্রথম বাজেট মোদী সরকারের। দেশ জোড়া বেহাল অর্থনীতি ও বেকারত্বের কারনে দেশের সকল মানুষের নজর রয়েছে এই বাজেটে। ইতিমধ্যে সকাল বেলা শেয়ার বাজারের যে খবর আসছে তা আশার সঞ্চার করছে না। গত কালের তুলনায় বেশ কিছুটা নিচেই রয়েছে সেনসেক্স। এমনকি নীচের দিকে রয়েছে নিফটি।

images 15 1

আজ যদিও শনিবার শেয়ার বাজার খোলার কথা নয়। তবুও কেন্দ্রীয় বাজেটের কারনে খোলা রয়েছে শেয়ার বাজার। সকালে বাজার খুলতেই সেনসেক্স ২২৩.৬৫ পয়েন্ট পড়ে ৪০ হাজার ৪৯৯.৮৪ পয়েন্টে নেমে যায়। নিফটি নেমে হয় ১১৯০৫ পয়েন্ট।

প্রি ওপেন বি এস ই সেনসেক্স ট্রেডিংয়ে ১২০২.৯২ পয়েন্ট নেমে গিয়েছিল সূচক। তখন তা ঘোরাফেরা করছিল ৩৯৫২০.৫৭ পয়েন্টে। বিশ্বজনীন ইস্যু ও বাজেটের আগের দোলাচল এই ঘটনার জন্য দায়ী বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল।

 

সম্পর্কিত খবর