চাকরি হারালেন সেতিয়ান, জেনে নিন বার্সেলোনার নতুন কোচ কে হতে চলেছেন?

বাংলাহান্ট ডেস্কঃ আগেই প্রত্যাশা করা হয়েছিল সেই প্রত্যাশা মতোই বার্সেলোনার কোচ সেতিয়ানকে সরিয়ে দেওয়া হল তার দায়িত্ব থেকে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের কাছে লজ্জার হারের পরই বোঝা গিয়েছিল যে এবার চাকরি যেতে চলেছে বার্সেলোনার হেডকোচ সেতিয়ানের। সেই মতোই এবার চাকরি হারালেন তিনি। ক্লাবে তরফে বিশেষ বোর্ড মিটিং করার পরেই সেতিয়ানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবারই চাকরি হারালেন সেতিয়ান।

61 বছর বয়সী সেতিয়ান এই বছর জানুয়ারি মাসেই বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন। তিনি মাত্র 25 টি ম্যাচে বার্সেলোনার দায়িত্ব সামলেছেন। সেতিয়ানের জামানায় লা লিগায় একেবারে খারাপ পারফরম্যান্স করে বার্সেলোনা, সেখানে দাঁড়িয়ে এইবার লা-লিগা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। তারপর বায়ার্ন মিউনিখের কাছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে 8-2 গোলে লজ্জার হার হারতে হয় বার্সেলোনাকে। আর এই সমস্ত পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে বার্সেলোনার কোচ হিসাবে চূড়ান্ত হয় ব্যর্থ হয়েছেন সেতিয়ান।

সেতিয়ানের বিদায় নেওয়ার পর বার্সেলোনার নতুন কোচ হিসেবে যোগদান করতে চলেছেন ক্লাবের প্রাক্তন ফুটবলার রোনাল্ড কোম্যান। মনে করা হচ্ছে বার্সেলোনা তাদের নতুন কোচের নাম আগামী দু-একদিনের মধ্যেই সরকারি ভাবে ঘোষণা করতে চলেছে। বর্তমানে নেদারল্যান্ড জাতীয় দলের ম্যানেজার হিসেবে কাজ করছেন রোনাল্ড কোম্যান।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর