ইন্দোরের এক দোতলা আবাসনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, আগুনে ভস্মীভূত সাতজন! আহত বহু

বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের ইন্দোরে একটি দোতলা আবাসনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ফলে বহু মানুষের মৃত্যুর খবর সামনে এসেছে। গতকাল মধ্যরাতে আবাসনটিতে লাগা আগুনের তীব্রতা এতটাই ছিল যে ঘটনায় ইতিমধ্যে 7 জন মানুষের মৃত্যু এবং আরো অনেকের জখম হওয়ার খবর মিলেছে। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

ঘটনার কেন্দ্রস্থল মধ্যপ্রদেশের ইন্দোর জেলার বিজয় নগর এলাকায় স্থিত স্বর্ণবাগ কলোনি। এই কলোনির একটি দোতলা আবাসনে গতকাল মধ্য রাতের দিকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটে বলে জানা গিয়েছে। গভীর রাতের দিকে ঘুমে আচ্ছন্ন ছিলেন সেখানে উপস্থিত সকল মানুষ এবং সেই সময় আগুন লাগার কারণে ঘুমন্ত অবস্থাতে বাঁচার কোনো রকম উপায়ই পাননি তারা। এই আবাসনে অধিকাংশ ব্যক্তি ভাড়া থাকতো বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, সম্ভবত শর্ট সার্কিটের কারণে প্রথমে পার্কিংয়ে দাঁড়ানো যানবাহন গুলিতে আগুন লাগে এবং ধীরে ধীরে সেটি অগ্রসর হয় ঘর গুলির দিকে। এরপরই সেখানে আগুন জ্বলতে দেখে দমকলে খবর দেওয়া হয়। কিছুসময়ের মধ্যেই দমকল সহ বিজয় নগর থানার পুলিশ সেখানে এসে উপস্থিত হয়। প্রায় তিন ঘন্টা ধরে বহু চেষ্টার পর শেষ পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কিন্তু ভয়ঙ্কর আগুনে সাত জন মানুষের তৎক্ষণাৎ মৃত্যু হয়, এ ছাড়াও বহু জন জখম হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই অগ্নিকাণ্ডের পেছনে আসল কারণ এখনো জানা যায়নি, তবে প্রাথমিক অনুমান হিসেবে শর্ট সার্কিটের তথ্য উঠে আসছে। ঘটনাটির সামনে আসার পরেই এলাকার কালেক্টর মনীশ সিংহ হাসপাতালে পৌঁছান। তিনি জানান যে, মৃত ব্যক্তিদের পরিবারকে 4 লাখ টাকা করে প্রদান করবে সরকার এবং জখম ব্যক্তিদেরও অর্থ সহায়তার ঘোষণা করেন তিনি। এছাড়াও ঘটনার সম্পূর্ণ তদন্ত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

স্বর্ণবাগ কলোনিতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড প্রসঙ্গে এদিন মুখ খোলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, “ইন্দোরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের কারণে মানুষের মৃত্যুর খবর অত্যন্ত হৃদয়স্পর্শী। যেকোনো ঘটনাতেই মানুষের মারা যাওয়া কাম্য নয়। আমরা মৃতদের পরিবারকে 4 লাখ টাকা করে অর্থ সহায়তা করব এবং জখম ব্যক্তিদেরও অর্থ সহায়তা করা হবে। এছাড়াও আমি ঘটনার পিছনের সঠিক কারণ তদন্তের জন্য নির্দেশ দিয়েছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে, এই ঘটনার পেছনে যদি কারোর কোন রকম গাফিলতি থাকে, সরকার তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।” এছাড়াও তিনি এদিন মৃত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করেন।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর