জিহাদে অংশ নিতে বাংলাদেশ থেকে আফগানিস্তানে পাড়ি কয়েকজনার, উদ্দেশ্য তালিবানি হওয়া

বাংলাহান্ট ডেস্কঃ ক্রশম তালিবানি (taliban) জঙ্গিদের দৌরাত্ম্য বাড়ছে আফগানিস্তানে (afghanistan)। শোনা যাচ্ছে, এই তালিবানিদের সমর্থন করতে ঘর ছেড়েছেন বেশকিছু বাংলাদেশী (bangladeshi) নাগরিক- এমনটাই জানালেন ঢাকার পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম। আফগানিস্তানের বেশকিছু প্রদেশ দখলের পর, এবার রাজধানী কাবুলের উদ্দেশ্যে রওনা দিয়েছে তালিবানরা।

   

তিনি জানান, ‘সাইবার উপর বর্তমানে নির্ভর করছে গোটা বিশ্ব। আর তালিবানরা এই মাধ্যমকে কাজে লাগিয়েই, কর্মী সংগ্রহ থেকে শুরু করে তাঁদের সমস্ত কাজকর্ম চালাচ্ছে। আর সেই তালিবানদের ডাকে বাংলাদেশের বেশকিছু নাগরিক পায়ে হেঁটেই আফগানিস্তানে পাড়ি দেওয়ার চেষ্টা করছে’।

তিনি আরও জানান, ‘খবর পেয়ে বেশ কয়েকজনকে ভারতে গ্রেফতারও করা হয়েছে। তবে বাংলাদেশ সরকারের সকল গোয়েন্দা সংস্থাও এবিষয়ে সজাগ রয়েছে। আমরা সবরকমভাবে চেষ্টা করছি, যাতে এই ধরণের কোন ঘটনা না ঘটে’।

প্রসঙ্গত, বর্তমানে আফগানিস্তানের ৩৪ টি প্রাদেশিক রাজধানীর মধ্যে ১৮ টি দখল করার পর সালমা বাঁধের দিকে নজর পড়েছিল তলিবানদের। প্রথমে গত ৩ রা আগস্ট হামলা চালিয়ে আফগানবাহিনীর কাছে পরাজিত হয়ে ফিরে গেলেও, ১৩ ই আগস্ট ফের আক্রমণ করে নিজেদের কবলে করে নেয় সালমা বাঁধ।

ভারতের তৈরি করা এই সালমা বাঁধ উদ্বোধনে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০১৬ সালে আফগান প্রেসিডেন্ট আশরফ গনির সঙ্গেই এই বাঁধ উদ্বোধনে অংশ নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-আফগানিস্তানের বন্ধুত্বের নিশান স্বরূপ আফগানিস্তানের হেরাট প্রদেশে এই সালমা বাঁধ তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে তা তালিবানদের দখলে চলে গিয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর