বদলে যেতে চলেছে IPL-এর একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম! শীঘ্রই সিদ্ধান্ত নেবে BCCI, সামনে এল বড় আপডেট

বাংলা হান্ট ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) তথা IPL-এর পরবর্তী মরশুম এখনও অনেকটাই দূরে রয়েছে। যদিও, পরবর্তী মরশুমের IPL-এর আগে ফ্র্যাঞ্চাইজিগুলি যথেষ্ট সতর্ক রয়েছে তাদের দল প্রস্তুত করার জন্য। পাশাপাশি, IPL-এর আগে সম্পন্ন হতে চলেছে মেগা নিলাম। এদিকে, জানা গিয়েছে যে BCCI বেশ কয়েকটি নিয়মের প্রসঙ্গে বিবেচনা করছে। বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

বদলে যেতে চলেছে IPL (Indian Premier League)-এর একাধিক গুরুত্বপূর্ণ নিয়ম:

গত বছরের IPL-এ নতুন নিয়ম চালু করেছিল BCCI: প্রায় প্রতি বছর IPL-এ কিছু নতুন নিয়ম চালু হয়। এর মধ্যে কিছু চলতে থাকে, কিছু পরিবর্তন হয়। গত বছর অর্থাৎ IPL ২০২৪-এ যে দু’টি নতুন নিয়ম কার্যকর হয়েছে এবং সেগুলিকে ঘিরে তুমুল সমালোচনাও হয়েছে তা হল ওভারে দু’টি বাউন্সার এবং ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। এর মধ্যে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মকে ঘিরে সবথেকে বেশি সমালোচনা হয়েছে। Cricbuzz-এর রিপোর্ট অনুযায়ী, এখন BCCI এই দু’টি নিয়ম পরের বছরও চালু রাখা উচিত নাকি বাতিল করা উচিত তা নিয়ে ভাবছে।

   

Several rules of the Indian Premier League are about to change.

IPL (Indian Premier League)-এ ১ ওভারে ২ টি বাউন্সারের অনুমতি দেওয়া হয়েছিল: জানিয়ে রাখি যে, আন্তর্জাতিক ক্রিকেটে বোলারকে ১ ওভারে মাত্র ১ টি বাউন্সার করার অনুমতি দেওয়া হয়। এর আগে IPL-এও একই নিয়ম প্রযোজ্য ছিল। কিন্তু গত বছরের IPL-এ ১ ওভারে ২ টি বাউন্সারের নিয়ম কার্যকর করেছিল BCCI। ফলে বোলাররাও এই নিয়মের সুযোগ নিয়েছে। তবে, এর আগে এই নিয়মটি ভারতের ঘরোয়া টুর্নামেন্ট অর্থাৎ সৈয়দ মুশতাক আলী ট্রফিতে প্রয়োগ করা হয়েছিল। যা বেশ সফল হয়েছিল। তারপরে এটি IPL-এ লাগু করা হয়। যদিও, এখন এমন খবর রয়েছে যে, BCCI ১ ওভারে ২ টি বাউন্সারের নিয়ম প্রত্যাহার করতে পারে। অর্থাৎ আগামী বছরের IPL-এ ওভারে শুধুমাত্র ১ টি বাউন্সারের অনুমতি দেওয়া হতে পারে। তবে, BCCI চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন: হয়ে গেল কনফার্ম! আরও ৩ টি কোম্পানি কিনতে চলেছেন গৌতম আদানি, প্রস্তুত ৮৩,৮৮,৬৯,৮৭,৫০০ টাকা

ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে আলোচনা চলছে: এর বাইরে আরেকটি নিয়ম আছে যেটা হল ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। এটি এমন একটি নিয়ম যেটি তুমুল আলোচিত হয়েছে। শুধু ভারতেই নয়, বিদেশ থেকেও কিছু খেলোয়াড় এই নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অনেক প্রবীণ খেলোয়াড়রাও এই নিয়মের সমালোচনা করেছেন। কিন্তু এর পরে আগামী বছরও এই নিয়ম চালু থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: এই ছবিতেই লুকিয়ে রয়েছে একটি মাছ! ৬ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

এই নিয়ম অনুসারে, ম্যাচ শুরু হলে, উভয় দলের অধিনায়ক প্লেয়িং ইলেভেন বেছে নেওয়ার পাশাপাশি আরও পাঁচজন খেলোয়াড়ের নাম ঘোষণা করেন। যাঁরা ম্যাচ চলাকালীন যেকোনও সময় দলে প্রবেশ করতে পারেন। এদিকে, যখন একজন নতুন খেলোয়াড় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে প্রবেশ করেন, তখন প্লেইং ইলেভেনে থাকা একজন প্লেয়ারকে বাইরে যেতে হয়। দলগুলি তাদের সুবিধা অনুযায়ী এই নিয়ম কাজে লাগায়। এই কারণেই গত বছরের IPL (Indian Premier League)-এ রানের নিরিখে অনেক নতুন রেকর্ড তৈরি হয়েছিল। এমতাবস্থায়, BCCI এই নিয়মটি আগামী বছরেও অব্যাহত রাখে নাকি এটি বন্ধ করার সিদ্ধান্ত নেয় সেটাই এখন দেখার বিষয়।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর