লকডাউনে ৪০০০ মানুষের খাবার জুগিয়েছেন, একাধিক মানবিক উদ‍্যোগ নিয়ে মুখ খুললেন শাবানা

বাংলাহান্ট ডেস্ক: দীর্ঘ লকডাউনে (lockdown) দুঃস্থ ও অসহায় মানুষদের সহযোগিতায় এগিয়ে এসেছেন বহু বলিউড তারকা। কেউ প্রচার করেছেন আবার কেউ বা নিঃশব্দে বাড়ি দিয়েছেন সাহায‍্যের হাত। এই তালিকায় রয়েছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি (shabana azmi) ও প্রখ‍্যাত সুরকার জাভেদ আখতার (javed akhtar)। লকডাউনের মধ‍্যে মানুষের সাহায‍্যের জন‍্য একাধিক পদক্ষেপ নিয়েছেন তাঁরা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খোলেন শাবানা। তিনি জানান, মুম্বইয়ের অন্তত ৪০০০ জন অসহায় মানুষের নিত‍্যদিনের খাবারের দায়িত্ব নিয়েছিলেন তাঁরা। ইন্ডাস্ট্রির কলাকুশলীদের পাশে দাঁড়াতে সিনে অ্যান্ড টিভি আর্টিস্ট অ্যাসোসিয়েশনেও দিয়েছেন অনুদান। সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত প্রায় ৮০০ জনকে আর্থিক সাহায‍্য করেছেন জাভেদ আখতার। পাশাপাশি বাবা কাইফি আজমির নিজের গ্রামেও আর্থিক অনুদান দিয়েছেন অভিনেত্রী।


শাবানা জানান, মেজওয়াল ওয়েলফেয়ার নামে একটি সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন তাঁরা। ওই সংস্থার সাহায‍্যে ১ লা জুন উত্তর প্রদেশের ১৫২টি গ্রামে প্রায় ৫০ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন জাভেদ আখতার ও শাবানা আজমি। এদিন তাঁরা লক্ষাধিক খাদ‍্যশষ‍্য, হাজারখানেক হ‍্যান্ড ওয়াশ, স‍্যানিটারি প‍্যাড ও মাস্ক বিতরণ করেছেন গ্রামের মানুষদের মধ‍্যে।
শাবানা জানিয়েছেন, তাঁদের আরও বেশ কিছু পরিকল্পনা রয়েছে। আরও বেশি সংখ‍্যক মানুষের কাছে সাহায‍্য পৌঁছাতে হবে। তবে এভাবেই নিঃশব্দে নিজেদের দায়িত্ব পালন করে যাবেন শাবানা আজমি ও জাভেদ আখতার।
সম্প্রতি জানা গিয়েছে, গত তিন মাস ধরে ১০০টি পরিবারের ভরন পোষনের দায়িত্ব পালন করে আসছেন বলিউড অভিনেতা রনিত রায়। লকডাউনে কাজ হারানো ১০০টি দরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি। নিজের কাঁধে তুলে নিয়েছেন তাদের পেট ভরানোর দায়িত্ব। কিন্তু দীর্ঘ লকডাউনে চলে গিয়েছে নিজের কাজও। তাই সম্পত্তি বিক্রি করেই দায়িত্ব পালন করে চলেছেন অভিনেতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর