“শুধু গতি দিয়ে কিছু হয় না”, উমরান মালিককে নিয়ে মন্তব্য শাহীন আফ্রিদির

বাংলা হান্ট নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের ফাস্ট বোলার উমরান মালিক সদ্য সমাপ্ত আইপিএল ২০২২-এ নিজের অস্বাভাবিক গতি দিয়ে সকল ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছেন। এইমুহূর্তে পৃথিবীতে খুব কম বোলার রয়েছে যারা ধারাবাহিকভাবে ১৫০ কিলোমিটার প্রতি ঘন্টার চেয়ে বেশি গতিবেগে বল করে যেতে পারেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় এই কাজটাই নিয়মিত করে দেখিয়েছেন উমরান। এই মরশুমে তিনি ১৫৭ কিমি প্রতি ঘন্টা গতিতেও একবার বল করেছিলেন যা আইপিএল ফাইনালের আগে অবধি এই মরশুমের দ্রুততম ডেলিভারি ছিল। কিন্তু ফাইনালে উমরানের গতিকে ছাড়িয়ে গিয়েছিলেন কিউয়ি পেসার লকি ফার্গুসন।

উমরান তার নিজের গতিতে অনেক অভিজ্ঞকে ক্রিকেট বিশেষজ্ঞকে নিজের ভক্ত বানিয়েছেন। কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার শাহীন শাহ আফ্রিদি ভারতের উদীয়মান তারকাকে নিয়ে খুব একটা উচ্ছসিত নয় এবং তিনি পরোক্ষে তার মন্তব্যের মধ্যে দিয়ে উমরানের বোলিংয়ের গতি নিয়ে ব্যঙ্গ করেছেন। আফ্রিদি বলেছেন যে শুধুমাত্র গতি দিয়ে সবকিছু অর্জন করা যায় না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাকিস্তানের সিরিজ শুরু হওয়ায় আগে তাকে প্রেস কনফারেন্সে এই প্রশ্ন করা হয়েছিল। তখন পাকিস্তানি স্পিডস্টার বলেন, ‘গতি সবকিছু করে না। যদি আপনার বলের লাইন কিংবা সুইংয়ের ওপর নিয়ন্ত্রণ না থাকে, তাহলে গতি অর্থহীন।”

Umran Malik,Shaheen Afridi,IPL 2022,Pakistan,India vs South Africa

আফ্রিদি যা বলেছেন তাকে ভুল বলতে পারবেন না কেউই। কারণ চলতি আইপিএলে বারবার দেখা গিয়েছে যে উমরান অনেক উইকেট তুললেও বেশ কয়েকবার বিশ্রীভাবে রান বিলিয়েছেন। তার ইকোনমি রেটও বেশ চড়া। আইপিএল শেষ হওয়ার পর এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। সেই সিরিজের ভারতীয় দলে উমরান মালিককে বেছে নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের এই গতিদানব ২০২২ সালের আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন। এখন তিনি জাতীয় দলে সুযোগ পাওয়ায় আনন্দিত সকল ক্রিকেটপ্রেমীরা।

উমরান মালিকের পরিবার এবং বন্ধুরা তার এই সুযোগে বেশ কিছুটা আনন্দ উৎসব পালন করেছেন। তাদের উদযাপনের ছবি সোশ্যাল মিডিয়াতেও বেশ ভাইরাল হয়েছে। উমরানের বাবা মিডিয়ার কাছে বলেছেন, “আজ এত মানুষ ওকে পছন্দ করছে, এত ভালোবাসা দেওয়ার জন্য আমি দেশের কাছে কৃতজ্ঞ। এসবই ওর পরিশ্রমের ফলে সম্ভব হয়েছে। আমি আশা করি ও দেশকে গর্বিত করবে।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর