‘পাঠান’ বিতর্ক থেকে নজর ঘোরানোর কৌশল? দিল্লির মৃত অঞ্জলির পরিবারকে আর্থিক সাহায‍্য শাহরুখের

বাংলাহান্ট ডেস্ক: বিতর্ক যতই বাড়ুক না কেন, সেসব শাহরুখ খানকে (Shahrukh Khan) ছুঁতে পারে না। ‘পাঠান’ নিয়ে যে বিতর্ক চলছে তা এতদিনে কারোরই অজানা নয়। সদ‍্য এক শপিং মলে ছবির প্রচার চলার সময়ে পোস্টার, কাট আউট ভেঙেচুরে একাকার কাণ্ড করা হয়। এমন বিক্ষোভ একাধিক জায়গায় একাধিক বার হয়েছে। কিন্তু বিষয়টা নিয়ে একবারও মুখ খুলতে দেখা যায়নি কিং খানকে। তিনি নিজের কাজেই ব‍্যস্ত। কখনো অভিনয়, কখনো সমাজ সেবা নিয়েই রয়েছেন তিনি।

এবার দিল্লির মৃত ২০ বছর বয়সী তরুণী অঞ্জলি সিং (Anjali Singh) এর পরিবারের পাশে দাঁড়ালেন শাহরুখ। বর্ষবরণের দিন মর্মান্তিক পথ দুর্ঘটনায় বেঘোরে প্রাণ হারান তরুণী। একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ লাগে তাঁর স্কুটারের। গাড়ির তলায় চলে যান তরুণী। ঘাতক গাড়িটি সেই অবস্থাতেই কয়েক কিমি রাস্তা টেনে নিয়ে যায় অঞ্জলির দেহ। ঘটনার বিবরণে শিউরে উঠেছিল গোটা দেশ।

shahrukh khan tweet
জানা গিয়েছে, পরিবারের একমাত্র রোজগেরে সদস‍্য ছিলেন অঞ্জলি। মেয়েকে হারানোর শোকে মূহ‍্যমান গোটা পরিবার। এমতাবস্থায় আর্থিক সহায়তা নিয়ে তাঁদের পাশে দাঁড়াল শাহরুখের স্বেচ্ছাসেবী সংস্থা। কিং খানের মীর ফাউন্ডেশনের তরফে সাহায‍্যের বাড়িয়ে দেওয়া হয়েছে অঞ্জলির পরিবারের প্রতি।

প্রয়াত অঞ্জলির পরিবারে রয়েছে তাঁর মা ও ভাইবোনেরা। তবে শাহরুখের তরফে কত টাকা অনুদান দেওয়া হয়েছে সেই অঙ্কটা ফাঁস করা হয়নি। তবে খবর ছড়ানো মাত্র কিং খানকে ভালবাসা, প্রশংসায় ভরিয়ে দিয়েছে তাঁর অগুন্তি ভক্তরা। আবার অনেকের দাবি, পাঠান বিতর্ক থেকে মানুষের নজর ঘোরানোর জন‍্যই এসব করছেন শাহরুখ।

প্রসঙ্গত, ২০১৩ সালের অক্টোবর মাসে মীর ফাউন্ডেশনের পথচলা শুরু হয়। প্রয়াত বাবা মীর তাজ মহম্মদ খানের নামের এই স্বেচ্ছাসেবী সংস্থা প্রতিষ্ঠা করেন শাহরুখ। মহিলাদের সার্বিক উন্নয়নের জন‍্য কাজ করে এই সংস্থা। কাজের কথা বললে, আগামীতে পরপর পাঠান, জওয়ান এবং ডাঙ্কি ছবিতে দেখা যাবে শাহরুখকে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর