প্রতিশোধ নেওয়ার জন্য বিচার করা উচিত নয়: শরদ অরবিন্দ বোবদে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

বাংলা হান্ট ডেস্ক : হায়দরাবাদ গণধর্ষণ ও খুন কাণ্ডে শুক্রবার ভোরে পুলিশের এনকাউন্টার নিয়ে ইতিমধ্যেই দেশ জুড়ে বাদী ও বিবাদী পক্ষের আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কখনও তসলিমা নাসরীন আবার কখনও চলচ্চিত্র পরিচালক অপর্ণা সেন এনকাউন্টারের বিরুদ্ধে মুখ খুলেছেন। যদিও দেশের অধিকাংশ জনতাই পুলিশের দিকে।

শনিবার রাজস্থানের যোধপুরে রাজস্থান হাইকোর্টের নবনির্মিত ভবন উদ্বোধনে এসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শরদ অরবিন্দ কিছুটা হলেও এনকাউন্টারের বিরুদ্ধেই কথা বললেন। এদিন প্রধান বিচারপতি বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য বিচার করা উচিত নয়, আমি বিশ্বাস করি বিচারের লক্ষ্য যদি প্রতিশোধ নেওয়া হয় তা হলে সে তার চরিত্রটাই হারিয়ে ফেলে।

   

একই সঙ্গে তিনি আরও বলেন তড়িঘড়ি কোনও বিচার করা যায় না। ছাদ শুক্রবার হায়দরাবাদ গণধর্ষণ এবং খুন কাণ্ডে পুলিশের এনকাউন্টারে অভিযুক্তদের নিহত হওয়া নিয়ে চটজলদি বিচারকে সমর্থন করছেন অনেকেই আবার কেউ কেউ পুলিশের এই ভূমিকা নিয়ে নিন্দাও করেছেন তাই এক প্রকার এই ভাবে এনকাউন্টার করার কিছুটা হলেও তড়িঘড়ি বিচার ব্যবস্থাকে সমর্থন না করার কথাই বললেন অরবিন্দ।

উল্লেখ্য হায়দরাবাদের এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে ভি সি সজ্জনার নিয়েছিলেন আইনের কাজ আইন করেছে। পাশাপাশি পুলিশের এই এনকাউন্টার সমর্থন করেছেন নির্যাতিতার পরিবার তাই ইতিমধ্যেই নির্যাতিতার বাবা জানিয়েছেন তাঁর মেয়ের আত্মার শান্তি পেল। এমনকি নির্ভয়ার মা আশা দেবী প্রতিটি রাজ্যের পুলিশের এখান থেকে উচিত শিক্ষা নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন।

সম্পর্কিত খবর