শিব সেনার নেতৃত্বে জোট সরকার গঠন হবে মহারাষ্ট্রে, সাংবাদিক বৈঠকে জানালেন শরদ পাওয়ার

বাংলা হান্ট ডেস্ক : শনিবার একেবারেই সক্কাল সক্কাল অজিত পাওয়ার কে সঙ্গে নিয়েই দেবেন্দ্র ফড়নবিশ হাজির রাজভবনে। সকলকে চমকে দিয়ে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ার। এমন ছক্কা হাঁকিয়েছেন যে তা সামলাতে বেসামাল হয়ে পড়েছে এনসিপি কংগ্রেস এবং শিবসেনা জোট। যে পাওয়ার পরিবারের অন্যতম সদস্য তথা এনসিপি র প্রধান মুখ বলা চলতো সেই অজিত পাওয়ারই এখন এনসিপি র মুখে কালি ছিটিয়ে কার্যত মহারাষ্ট্রে ক্ষমতা দখলের দিকে এগিয়েছে।uddhav thackeray Sharad pawar 1

আর তাতেই মুখ লুকানোর জায়গা নেই শরদ পাওয়ারের তাই তো শনিবার দুপুরে সাংবাদিক বৈঠকে উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার মহারাষ্ট্রে জোট সরকার তৈরির কথা বলেন। এদিনের যৌথ সাংবাদিক সম্মেলনে অজিত পাওয়ারের উপমুখ্যমন্ত্রী পদের সিদ্ধান্ত তিনি ঘুণাক্ষরেও টের পাননি বলে জানান শরদ পাওয়ার একই সঙ্গে তিনি কোনও ভাবেই জানতেন না দলের বিধায়করা রাজভবনে গিয়েছেন আজ সকালে ফোন মারফত জানেন তবে এই ধাক্কা সামলে ওঠার জন্য কংগ্রেস এনসিপি এবং শিবসেনা এক হয়ে থাকবে বলে জানান।

অন্যদিকে ছেড়ে দেওয়ার পাত্র নন তাঁরা তাই আবারও বৈঠক ডাকার কথাও জানিয়েছেন শরদ পাওয়ার। একই সঙ্গে শিব সেনার তরফে উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী পদ দেওয়ার কথাও জানান তিনি। এমনিতেই আগে থেকে কংগ্রেস এনসিপি ও শিবসেনার বৈঠকে সমঝোতায় এসে উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নিয়েছিলেন শরদ পাওয়ার রা তাই বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী এবং অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করার পরেই শিবসেনা তেও বড় ধাক্কা।

যদিও এই ধাক্কা সামলে শীঘ্রই জোট সরকার গঠনের আশা রেখেছেন শরদ পাওয়ার। উল্লেখ্য শুক্রবার রাত অবধি কংগ্রেস এনসিপি এবং শিবসেনা জোট বৈঠকের পরে শনিবার আরও একটি বৈঠক হওয়ার কথা ছিল এবং বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে শরদ পাওয়ার এক প্রকার উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী হচ্ছেন এমনটা জানিয়ে দিয়েছিলেন এমন কি সব দল যে সম্মতি প্রকাশ করেছে সে ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু বারো ঘণ্টা কাটতে না কাটতেই মহারাষ্ট্রের অন্য ইতিহাস লেখা শুরু হয়েছে যাতে এক প্রকার জোর ধাক্কা খেয়েছে শিবসেনা এবং এনসিপি।

সম্পর্কিত খবর