ভুবির পরিবর্তে দলে ফিরলেন এশিয়াকাপে দুর্দান্ত পারফরম্যান্স করা শার্দুল ঠাকুর।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সদ্য টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। ভারতীয় ক্রিকেটারদের দাপটে অসহায় মনে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ কে। আর সেই সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বল করার সময় চোট পান ভুবনেশ্বর কুমার। তার ফলে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন তিনি। আর এবার ভুবনেশ্বর কুমারের পরিবর্তে ভারতীয় দলে সুযোগ পেলেন তরুণ পেসার শার্দুল ঠাকুর।

রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। আর এই সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন ভারতীয় ওপেনার শিখর ধাওয়ান আর এবার ছিটকে গেলেন ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার ভুবনেশ্বর কুমার। এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে ভারত যে জোড়া ধাক্কা পেল সেটা বলাই বাহুল্য।

চোটের জন্য দীর্ঘ চার মাস ভারতীয় দলের বাইরে ছিলেন ভুবেনেশ্বর কুমার। এর ফলে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলা হয়নি তার, দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলে ফিরেছিলেন ভুবি। তারপর ওয়ানডে সিরিজে নিজেকে প্রমাণ করার ফের সুযোগ পেয়েছিলেন। কিন্তু তার আগেই ভুবির এই চোট ভুবনেশ্বর কুমারের সাথে সাথে ভাবাচ্ছে পুরো টিম ম্যানেজমেন্টকে। কারণ সামনেই ভারতের রয়েছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিরিজ।

ভুবির পরিবর্তে দলে নেওয়া শার্দুল ঠাকুর শেষবার জাতীয় দলের হয়ে খেলেছিলেন 2018 সালের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে হংকং এর বিরুদ্ধে। তারপর চোটের কারণে বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি অবশেষে ফের একবার জাতীয় দলে সুযোগ পেলেন শার্দুল ঠাকুর।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর