অসমে অ্যাকশন মুডে হিমন্ত সরকার, বাংলাদেশিদের দ্বারা দখল করা ২৭৫ বিঘা জমি খালি করল প্রশাসন

বাংলা হান্ট ডেস্কঃ নির্বাচনী প্রতিশ্রুতি পালনে শুরু থেকেই বেশ তৎপর আসামের হিমন্ত বিশ্ব শর্মা সরকার। সরকারে আসার পরেই এনআরসি বিষয়ে মুখ খুলেছেন হিমন্ত। ইতিমধ্যেই আগের সমস্ত ভুল শুধরে নতুন করে এনআরসি লাগু করার কথাও বলা হয়েছে সরকারের তরফে। এবার আরো একটি নির্বাচনী প্রতিশ্রুতি পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিল আসাম সরকার।

   

আসামের বেশ কিছু অংশে বেআইনিভাবে জমি দখল করে রেখেছেন বাংলাদেশী মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। জিহাদি রাজনৈতিক সংগঠনে এআইইউডিএফএর নেতা বদরুদ্দিন আজমলের নেতৃত্বে এই বিষয়ে আরও উৎসাহী হয়ে একের পর এক সরকারি জমি দখল করে ঘরবাড়ি তৈরি করেছিল তারা। এদিন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। আসামের নওগাঁ জেলার কাকি লঙ্কা এলাকায় প্রায় ২৭৫ বিঘা সরকারি জমি থেকে বেআইনি সমস্ত কনস্ট্রাকশন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, সরকারের নির্দেশে জেসিবি মেশিন এবং বুলডোজার দিয়ে সরকারি জমিতে সমস্ত বেআইনি ঘর বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

সরকারি রাবার প্লান্টেশন এলাকায় বহুদিন ধরেই বেআইনিভাবে জমি দখল করে ঘরবাড়ি তৈরি করেছিলেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। এই জমি গুলি কার্যত রয়েছে প্ল্যান্টেশন ডেভেলপমেন্ট লিমিটেডের অধীনে। সেই কারনেই এই বেআইনি কার্যকলাপ রুখতে কড়া ব্যবস্থা নিতে হল প্রশাসনকে।

প্রসঙ্গত উল্লেখ্য, বদরুদ্দিন আজমল এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে একাধিকবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমনকি তার আমলে সরকার দ্বারা পরিচালিত মাদ্রাসাগুলিতে কোন ধর্মীয় শিক্ষা দেওয়া যাবে না বলেও ঘোষণা করা হয়েছে। এখন আগামী দিনে ঘটনা কোন দিকে মোড় নেয় সে দিকেই নজর থাকবে সকলের।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর