Shatrughan Sinha: স্টারডম নিয়ে রেষারেষি, সম্পর্ক ঠেকেছিল তলানিতে, অমিতাভের জন্য কী হাল হয়েছিল শত্রুঘ্নর!

বাংলাহান্ট ডেস্ক : আদায় কাঁচকলায় সম্পর্ক শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha) এবং অমিতাভ বচ্চনের। বলিউড ইন্ডাস্ট্রির দুই খ্যাতনামা তারকা যাঁরা সমসাময়িক সময়ে একসঙ্গে কাজও করেছেন ছবিতে। কিন্তু তাঁদের মধ্যেকার শত্রুতা সর্বজনবিদিত। যদিও এক সময়ে খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন তাঁরা। কালক্রমে অবনতি হয় সেই সম্পর্কের। এমনকি একসঙ্গে আর কাজও করতে চাননি তাঁরা। কী কারণ ছিল তাঁদের বৈরিতার?

অমিতাভকে নিয়ে বিষ্ফোরক শত্রুঘ্ন (Shatrughan Sinha)

সত্তর দশকের প্রথম সারির দুই অভিনেতা শত্রুঘ্ন (Shatrughan Sinha) এবং অমিতাভ। দুই তারকার স্টারডমই ছিল চোখে পড়ার মতো। আর সেটাই নাকি ছিল তাঁদের মধ্যে সম্পর্কের অবনতির আসল কারণ। এ বিষয়ে মুখ খুলেছিলেন শত্রুঘ্নও (Shatrughan Sinha)। তিনি বলেছিলেন, অমিতাভ তাঁর থেকে বয়সে বড় হলেও অভিনয় কেরিয়ারে তাঁর থেকে ছোট ছিলেন। শত্রুঘ্নের (Shatrughan Sinha) যখন সংগ্রামের সময় শেষ হয়ে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে শুরু করেন, তখন অমিতাভ ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন সবে। দুজনের মধ্যে একসময় বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। কিন্তু মাঝে দেওয়াল তুলে দেয় পেশাগত প্রতিযোগিতা।

   

আরো পড়ুন : Mir Afsar Ali: ‘কিছু মানুষের শিক্ষা হওয়া দরকার’, শিক্ষক দিবসে কাদের কটাক্ষ শানালেন মীর!

বড় অভিযোগ করেছিলেন শত্রুঘ্ন

শত্রুঘ্ন (Shatrughan Sinha) দাবি করেছিলেন, অমিতাভ নাকি চাননি ‘কালা পাত্থর’ এবং ‘দোস্তানা’ ছবিতে তাঁকে রাখতে। বিগ বির ইচ্ছার বিরুদ্ধে তাঁকে নির্মাতারা কালা পাত্থর ছবিতে নেন। বলা বাহুল্য, বিষয়টি মোটেই ভালো ভাবে নেননি অমিতাভ। শুধুমাত্র ছবির প্রয়োজনেই কথা বলতেন তাঁরা। শত্রুঘ্ন (Shatrughan Sinha) এ বিষয়ে মন্তব্য করেছিলেন, একজন ভালো বন্ধু যে এমনটা করতে পারেন সেটা ভাবলেও তাঁর দুর্ভাগ্যজনক বলে মনে হয়।

আরো পড়ুন : Protest: আন্দোলন দমাতে গরম জল ঢালার দাওয়াই! অভিনেত্রীকে থুতু দিলেন বাঙালি নায়িকা!

একসঙ্গে আর ছবি করেননি তাঁরা

কালা পাত্থর ছবি ছিল অমিতাভ শত্রুঘ্ন (Shatrughan Sinha) জুটির শেষ ছবি। অভিনেতা বলেন, ওই ছবিই তাঁদের বন্ধুত্ব শেষ করে দেয় বলে তাঁর মত। অমিতাভ তারপর সিদ্ধান্ত নিয়েছিলেন যে শত্রুঘ্নর সঙ্গে আর কোনো ছবি করবেন না। এখানেই থামেননি শত্রুঘ্ন। তিনি জানিয়েছিলেন, পরবর্তীকালে যেসব ছবির চুক্তি হয়েছিল সেগুলির পারিশ্রমিক ফেরত দিতে বলা হয়েছিল শত্রুঘ্নকে।

Shatrughan Sinha

বলিউড ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা দুজনেই। অমিতাভ এবং শত্রুঘ্ন দুজনেই নিজেদের মতো করে মন জয় করেছেন দর্শকদের। কিন্তু বলিউডে নায়িকাদের মধ্যে যেমন ক্যাটফাইট হয়, তেমনি এই দুই প্রতিষ্ঠিত অভিনেতার মধ্যেও তৈরি হয়েছিল শত্রুতা।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর