করোনায় আক্রান্ত মুখ্যমন্ত্রীর মা! ২৪ তারিখ নিজের করোনার পরীক্ষা করাবেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ গোটা দেশে করোনা ভাইরাসের প্রকোপ লাগাতার বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৭০ হাজার মানুষ এই মারক ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা হাজার ছুঁইছুঁই। গোটা দেশে ২৯ লক্ষ ৭৬ হাজার ১৮১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যাঁদের মধ্যে ২২ লক্ষ ২২ হাজার ৯৭৭ জন করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন। এখনো পর্যন্ত গোটা দেশে ৫৫ হাজার ৯৩৬ জন মানুষের প্রাণ কেড়েছে এই মারক ভাইরাস। গোটা দেশে সুস্থতার হার ৭৪ শতাংশ ছাড়িয়েছে।

আরেকদিকে এরমধ্যে খবর আসছে যে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের (Hemant Soren) মা করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়াও ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রীর বাবা শিবু সোরেনও (Shibu Soren) এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দুজনকেই আইসোলেট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাবা এবং মায়ের শরীরে করোনার সংক্রমণ পাওয়ার পর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনেরও করোনা টেস্ট করানো হবে। আগামী ২৪ আগস্ট উনি আবার করোনা টেস্ট করাবেন।

উল্লেখ্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের বাড়িতে সুরক্ষার জন্য মোতায়েন ১৭ জন স্টাফের করোনা রিপোর্ট পজেটিভ এসেছিল। এরপর শিবু সোরেন আর ওনার স্ত্রীর করোনার পরীক্ষা করানো হয়। সেখানে দুজনেরই করোনার রিপোর্ট পজেটিভ আসে। শিবু সোরেনের বয়স ৭৬ পার করেছে। সেক্ষেত্রে ওনার করোনা রিপোর্ট পজেটিভ আসার চিন্তা বেড়েছে।

আরেকদিকে, এর আগে ঝাড়খণ্ডের স্বাস্থ্য মন্ত্রী বন্না গুপ্তারও রিপোর্ট পজেটিভ এসেছিল। গুপ্তা মঙ্গলবার করোনার রিপোর্ট করিয়েছিলেন। ওনার রিপোর্ট পজেটিভ আসার পর নিজেকে কোয়ারেন্টাইন করেন তিনি।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর