নিজের ১৫০তম ম্যাচে মাত্র ৩ রানের জন্য শতরান হাতছাড়া অধিনায়ক শিখর ধাওয়ানের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার এবং শুভমান গিলের ব্যাটে বড় করে বড় রানের পথে ভারত। আজ কেবলমাত্র নিজের তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে নেমেছিলেন শুভমান গিল। ৩ বছর আগে একদিনের ক্রিকেটে অভিষেক করে ফেলার পরেও ভারতের ওডিআই দলে ধারাবাহিক হয়ে উঠতে পারেননি তিনি। কিন্তু আজ সেই আফসোস অনেকটাই মিটিয়ে নিলে পাঞ্জাবের প্রতিভাবান ওপেনার। ৫৩ বলে ৬৪ রান করে আউট হয়েছেন তিনি।

কিন্তু আজ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মূল আফসোসের জায়গা হয়ে থাকছেন শিখর ধাওয়ান। আজ নিজের দেড়শো তম ওডিআই ম্যাচ খেলতে মাঠে নেমেছিলেন এই সিরিজের ভারত অধিনায়ক। শুভমান গিল যখন ওয়েস্ট ইন্ডিজ বোলার দের হাত খুলে আক্রমণ করছিলেন সেই সময় নিজে কিছুটা সহায়কের ভূমিকা পালন করছিলেন। কিন্তু গিল আউট হওয়ার পরই তিনিও আক্রমণাত্মক হয়ে ওঠেন। যেভাবে ব্যাটিং করছিলেন তাতে তার ১৮ তম শতরান ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। কিন্তু ৯১-তে পৌঁছে একটি ছক্কা মেরে ৯৭ রানে পৌঁছানোর পর ফের বড় শট খেলতে গিয়ে ৯৭ রানেই আউট হলেন ভারতীয় অধিনায়ক। ১০টি চার এবং তিনটি ছক্কা সহযোগে ৯৯ বলে ৯৭ রান করেছেন তিনি। ওডিআই ফরম্যাটে এটি ছিল তার ৩৬ তম অর্ধশতরান।

Shikhar Dhawan,Shuvman Gill,Shreyas Iyer,Team India,India vs West Indies

একদিনের ক্রিকেটে তার শেষ শতরানের পর থেকে শিখর ধাওয়ান ২১টি ওডিআই ইনিংস খেলেছেন। সেই ২১ ইনিংসের মধ্যে ৯৫ রান পেরিয়ে তিনবার আউট হয়েছেন তিনি! অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯৬-তে, ইংল্যান্ডের বিরুদ্ধে ৯৮-তে এবং আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৯৭ রানে আউট হন তিনি। যদিও তিনি গত ৩ বছর ধরে ওডিআই শতরান করতে ব্যর্থ হয়েছেন কিন্তু তার ওডিআই গড় এখনও ৪৯.৫৫ এবং এই সময়ে তিনি ৯ বার অর্ধশতরানের গন্ডি পেরিয়েছেন।

ধাওয়ানের পর অর্ধশতরান পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। ইংল্যান্ড সফরটা তার খুব একটা ভালো যায়নি। কিন্তু আজ মাঠে নেমেই ৫৭ বলে ৫৪ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। শিখর ধাওয়ানের মত তাকেও আউট করেন বাঁহাতি ক্যারিবিয়ান স্পিনার গুদাকেস মোতি। এরপর ভারত সূর্যুকুমার যাদবের (১৩) উইকেটও খুঁইয়েছে। প্রতিবেদনটি লেখার সময় ৩৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারতের স্কোর ২৪৮।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর