ইংল্যান্ডের পর ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও জয় দিয়ে শুরু করলো ধাওয়ানের ভারত

বাংলা হান্ট নিউজ ডেস্ক: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষপর্যন্ত জয় দিয়েই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান সিরিজে অভিযান শুরু করলো ভারত। টসে জিতে কাল ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন নিকোলাস পুরান। টপ অর্ডারের সৌজন্যে স্কোরবোর্ডে ৩০৮ রান তুলেছিল ভারতীয় দল। সেই রান তাড়া করতে গিয়ে মাত্র ৩ রানের ব্যবধানে হার স্বীকার করতে হয় ওয়েস্ট ইন্ডিজকে।

   

<span;>প্রথমে ব্যাট করতে নেমে শুভমান গিল (৬৪) এবং শিখর ধাওয়ানের (৯৭) ১১৯ রানের ওপেনিং পার্টনারশিপ প্রথমেই বড় রানের ভিত গড়ে দেয়। ওয়ান ডে ক্রিকেটে নিজের প্রথম অর্ধশতরান করেন গিল। নিজের ১৫০ তম ম্যাচে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ধাওয়ান। এরপর শ্রেয়স আইয়ারও ৩ নম্বরে ব্যাট করতে নেমে অর্ধশতরান করে। কিন্তু ভারতীয় মিডল অর্ডার প্রত্যাশা পূরণ করতে পারেনি। নয়তো একসময় ৩৫০ রানও সম্ভব বলে মনে হচ্ছিল।

Shikhar Dhawan,Shuvman Gill,Md Siraj,Shreyas Iyer,Yuzi Chahal,Shardul Thakur,Team India,India win,India vs West Indies

<span;>জবাবে ব্যাট করতে নেমে সিরাজের বলে সাই হোপকে দ্রুত খোয়ালেও বড় পার্টনারশিপ হয় অপর ওপেনার কাইল মেয়ার্স (৭৫) ও ৩ নম্বরে নামা সেমর ব্রুক্সের (৪৬) মধ্যে। শার্দূল ঠাকুর দুজনকেই ড্রেসিংরুমের রাস্তা দেখান। এরপর কিছুটা ধীরে ব্যাটিং করে অর্ধশতরান করেন ব্রেন্ডন কিং (৫৪)। তিনি চাহালের শিকার হন। অধিনায়ক নিকোলাস পুরান (২৫) মনে রাখার মতো কিছু করতে পারেননি। শেষদিকে আকিল হোসেন (৩২) এবং রোমারিও শেফার্ড (৩৯) কিছুটা চেষ্টা করলেও ওয়েস্ট ইন্ডিজ ৩০৫ রানের বেশি তুলতে পারেননি।

<span;>ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেও ওয়ান ডে সিরিজের শুরুটা জয় দিয়েই করলো ভারতীয় দল। কাল ২ টি করে উইকেট পেয়েছেন শার্দূল ঠাকুর, মহম্মদ সিরাজ ও যুজবেন্দ্র চাহাল। কাল ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে দুই দল দ্বিতীয় একদিনের ম্যাচে। সেই ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবেন ধাওয়ানরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর