বড়সড় ঝটকা খেতে চলেছেন উদ্ধব ঠাকরে! এবার ১২ জন সাংসদ যোগ দিতে পারেন শিন্ডে শিবিরে

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, মহারাষ্ট্রে (Maharashtra) পতন হয়েছে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) সরকারের। শুধু তাই নয়, একইসঙ্গে যতদিন অগ্রসর হয়ে চলেছে, ততই যেন অস্বস্তি ক্রমশ বেড়ে চলেছে শিবসেনা (Shiv Sena) শিবিরের। আর এবার আবারো ধাক্কা খেতে চলেছে উদ্ধব ঠাকরে শিবির। একেই অতীতে দলের একাধিক বিধায়ক দলত্যাগ করেন আর এবার শিবসেনার মোট ১২ জন সাংসদ ইতিমধ্যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন বলে খবর সামনে উঠে আসছে। এমনকি, আজ প্রেস কনফারেন্স-এর মাধ্যমে শিন্ডে শিবিরে তাদের যোগদানের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে।

   

উল্লেখ্য, সম্প্রতি একনাথ শিন্ডে সহ ৪০ এর ওপর বিধায়ক শিবসেনা ছেড়ে বিজেপির সঙ্গে জোট বেঁধে মহারাষ্ট্রে সরকার গঠন করেন। ফলে দীর্ঘ রাজনৈতিক টালবাহানার পর সরকারের পদ হারাতে হয় উদ্ধব ঠাকরেকে। আর এর মাঝে বর্তমানে ১৮ জনের মধ্যে ১২ সাংসদ ইতিমধ্যে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গিয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের পুত্র শ্রীকান্ত শিন্ডে রয়েছেন বলেও খবর।

সংবাদমাধ্যম সূত্রের খবর, শিবসেনার সাংসদরা একনাথ শিন্ডের সঙ্গে ইতিমধ্যে আলোচনা পর্ব সেরে ফেলেছেন এবং আজ রাতে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে তারা মহারাষ্ট্র সরকার শিবিরের যোগদান করতে চলেছেন। প্রসঙ্গত, বর্তমানে মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে দিল্লিতে রয়েছেন। গত কয়েকদিনে বিজেপির একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎও করেন শিন্ডে। এর মাঝেই নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। স্বাভাবিকভাবেই, বর্তমানে গোটা দেশজুড়ে জল্পনা তুঙ্গে।

Uddhav Thackeray,shiv sena,maharashtra,eknath shinde,delhi,om birla,bjp

শিবসেনার ১২ জন সাংসদ এর নাম
সম্ভাজীরাও মানে, সদাশিব লোখান্ডে, হেমন্ত গডসে, হেমন্ত পাটিল, রাজেন্দ্র, সঞ্জয়, শ্রীকান্ত শিণ্ডে, শ্রীরঙ্গ বার্নে, রাহুল শেওয়ালে, প্রতাপ রাও যাদব, কৃপাল তুমানে ভাবনা গাওয়ালি।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর