মহারাষ্ট্রে জোট ভাঙতেই শিবসেনাকে বড়সড় ঝটকা দিলো বিজেপি !

বাংলা হান্ট ডেস্ক : সরকার গঠনকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনৈতিক অবস্থা কার্যত নাটকীয় রূপ নিয়েছে। মহারাষ্ট্রে সরকার গঠন করতে এক প্রকার মরিয়া শিব সেনা গত তিন দশকের এনডিএ জোটে ভাঙন ধরিয়েছে, তাই তো বিজেপি এবং শিব সেনা সম্পূর্ণ আলাদা পথে হাঁটছে। কংগ্রেস ও এনসিপির সমর্থন নিয়ে মারাঠা ভূমি রাজত্ব করতে চলেছে শিব সেনা।bjp shivsena 788111 CBFJHyRi

তাই এ বার জোট ভাঙতেই মহারাষ্ট্রে রাজ্যসভায় বিরোধী আসনে বসবে শিব সেনা এমনটাই জানিয়ে দিলেন মুখপাত্র সঞ্জয় রাউত। একই সঙ্গে তিনি আরও জানিয়েছেন শীতকালীন অধিবেশনেই সংসদের উচ্চ কক্ষে যে দুজন শিব সেনা সাংসদ থাকছেন তাঁরাও বিরোধী আসনে ঠাঁই পেয়েছেন।

তবে নিজেদের বসার জায়গা বদল নিয়ে কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন সঞ্জয় রাউত। উল্লেখ্য মহারাষ্ট্রে 42 টি আসনে মন্ত্রিত্ব পদ ভাগাভাগি হতে চলেছে এনসিপি কংগ্রেস ও শিব সেনার মধ্যে। ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে শিবসেনার তরফে মুখ্যমন্ত্রী হবে তবে উদ্ভব ও আদিত্যের মধ্যে টানাপড়েন রয়েছে একই সঙ্গে দুটি উপ মুখ্যমন্ত্রী পদের দাবিদার হয়েছে কংগ্রেস ও এনসিপি।

নির্বাচনের শর্ত মেনেই জোট বেঁধেছিল বিজেপি এবং শিব সেনা কিন্তু শিবসেনার তরফে আড়াই আড়াই বছরের মুখ্যমন্ত্রী পদের দাবি তোলার পর থেকেই নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে এনডিএ জোট থেকে সরে আসে বিজেপি। তার পর থেকেই কার্যত কংগ্রেস ও এনসিপির সমর্থন নিয়ে মারাঠা ভূমে রাজত্ব করার রাস্তা পরিষ্কার হয়েছে শিব সেনার।

সম্পর্কিত খবর