জয় বাংলা, আমরাও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অংশ নেব- ঘোষণা শিবসেনার

বাংলার রাজনীতি নিয়ে দেশজুড়ে চর্চা তুঙ্গে পৌঁছেছে। একদিকে একের পর এক তৃণমূল নেতা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করছেন অন্যদিকে বিজেপি তাদের শিকড় মজবুত করতে আরো শক্তি ঝুঁকে দিচ্ছে। ২০২১ এ বাংলায় বিধানসভা নির্বাচন, যে কারনে রাজনৈতিক অস্থিরতা তীব্র হয়ে উঠেছে। যেখানে তৃণমূল এবং বিজেপি একেবারে মুখোমুখি দাঁড়িয়ে মাঠের ময়দানে নেমে পড়েছে।

এসবের মধ্যে AIMIM, শিবসেনার মতো রাজনৈতিক দল বাংলার বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শিবসেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউত টুইট করে ঘোষণা করেছেন যে তাদের পার্টি বাংলার বিধানসভা নির্বাচনে অংশ নেবে। লক্ষণীয় বিষয় যে, বিহার নির্বাচনে শিবসেনা ভালো ফলাফল করেনি। তা সত্ত্বেও বাংলার বিধানসভা নির্বাচনে অংশ নেওয়ার একটা বড়ো সিদ্ধান্ত শিবসেনার পক্ষ থেকে নেওয়া হয়েছে।

সঞ্জয় রাউত টুইট করে লিখেছেন, আমরা শীঘ্রই কলকাতা যাচ্ছি। পার্টির প্রমুখ উদ্ধব ঠাকরের সাথে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিবসেনা বাংলার নির্বাচনে অংশ নেবে। সঞ্জয় রাউতের টুইট রাজনৈতিক বিশ্লেষকদের নজর কেড়েছে। এর মূল কারণ সঞ্জয় রাউত তার টুইটের শেষে লিখেছেন, জয় বাংলা।

শিবসেনা বাংলায় কোনো পার্টির সাথে জোট করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও শিবসেনার উচ্চস্তরীয় নেতারা বাংলায় না এলে কোনো কিছুই পরিষ্কার হবে না।

সম্পর্কিত খবর