হিন্দু-মুসলিম ভুলে করোনার বিরুদ্ধে একযোগে লড়াই করার বার্তা দিলেন শোয়েব আখতার।

করোনা ভাইরাস ব্যাপক প্রভাব ফেলেছে মানুষের জনজীবনে। করোনা ভাইরাসের কারণে এই মুহূর্তে মহামারী সৃষ্টি হয়েছে বিশ্বজুড়ে। করোনা আক্রান্তের সংখ্যা দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে এছাড়াও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বাড়ছে আর এমন পরিস্থিতিতে প্রাক্তন পাক পেসার শোয়েব আক্তার সাধারণ মানুষের কাছে দাবি রাখলেন এই মুহূর্তে ধর্মীয় ভেদাভেদ ভুলে একে অপরকে সাহায্য করুন এবং করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তিনি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন।

   

নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শোয়েব আক্তার একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওতে শোয়েব আক্তার কে বলতে দেখা যায় তিনি তার নিজের ভক্তদের বলছেন করোনা ভাইরাস শুধু কারোর একার সংকট নয় এই সংকট গোটা বিশ্বের কাছে। তাই সবাই এই মুহূর্তে ধর্মীয় ভেদাভেদ ভুলে এক যোগে করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়ান। তাহলেই একমাত্র করোনা ভাইরাস কে আটকানো যাবে।

আখতার জানিয়েছেন এই মুহূর্তে করোনা সংকটের জন্য ব্যাপক সংকটে রয়েছে পাকিস্তান। পাকিস্তান সরকার ইতিমধ্যে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য বেশ কিছু শহরে নকডাউন করেছে। তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে যদি কোন মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে তিনি বাইরে বেরোবেন না। এই মুহূর্তে ধোনি, দরিদ্র, হিন্দু, মুসলিম সকলে এক হয়ে করোনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন প্রাক্তন পাকিস্তানি পেসার শোয়েব আখতার।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর