বাবর আজমকে ম্যান অফ দ্য টুর্নামেন্ট না দেওয়ায়, বিচারকদের উপর ক্ষোভে ফেটে পড়লেন শোয়েব আখতার

বাংলা হান্ট ডেস্কঃ মরু দেশে মহাযুদ্ধ জিতে নিয়ে টি-টোয়েন্টিতে প্রথমবার বিশ্ব জয় করেছে অস্ট্রেলিয়া। দুরন্ত 85 রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়ার সামনে 172 রানের বিশাল স্কোর খাড়া করেছিলেন উইলিয়ামসন এবং তার দল। কিন্তু ওয়ার্নার (53) এবং মার্শের(77) জোড়া অর্ধশত রানের জেরে 7 বল বাকি থাকতেই 8 উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। স্বাভাবিকভাবেই একদিকে যেমন মার্শ জিতে নেন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তেমনি অন্যদিকে বিচারকমণ্ডলী সূত্রে ম্যান অফ দ্যা টুর্নামেন্ট পুরস্কার পান ডেভিড ওয়ার্নার।

যদিও এই টুর্নামেন্টের নিরিখে দেখতে গেলে ডেভিড ওয়ার্নার কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহক নন, সেমিফাইনাল এবং ফাইনালে তিনি অসাধারণ পারফরম্যান্স করেছেন ঠিকই, কিন্তু গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি সংগ্রহ করেছেন 289 রান। রয়েছে দুটি অর্ধশতরান। অন্যদিকে গোটা টুর্নামেন্ট জুড়ে চারটি অর্ধ শতরান সহ 303 রান সংগ্রহ করে এই টুর্নামেন্টের সবচেয়ে বড় রান শিকারি বাবর আজম। তাই তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট পুরস্কার না পাওয়ায় হতাশ অনেকেই।

ইতিমধ্যেই টুইটে মুখ খুলেছেন শোয়েব আখতার৷ এই বিচার নিয়ে রীতিমতো প্রশ্ন তুলেছেন তিনি। তিনি লেখেন, ‘আশায় ছিলাম বাবর আজমকে ম্যান অফ দ্য টুর্নামেন্টে পুরস্কার দেওয়া হবে। এটা (ওয়ার্নারকে সেরার পুরস্কার দেওয়া) একেবারেই অন্যায্য সিদ্ধান্ত।’ কিন্তু একটা কথা মনে রাখতে হবে টুর্নামেন্ট জুড়ে বাবরের চারটি অর্ধশতরান রয়েছে ঠিকই, কিন্তু এই পুরস্কার টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীকে দেওয়া হয়না। ম্যান অফ দ্যা টুর্নামেন্ট হতে গেলে এক্ষেত্রে ইনিংসটি কতখানি কার্যকরী সেদিকেও লক্ষ্য দিতে হয়।

একথা ঠিক যে বাবর সুপার 12 গ্রুপ পর্বে অসামান্য পারফরম্যান্স করেছিলেন। সেমিফাইনালে তিনি দলকে জেতাতে পারেননি। আর সেই কারণেই ওয়ার্নারের দাবিটা অনেকটা বেড়ে যায়। কারণ সেমিফাইনাল এবং ফাইনাল দুই ক্ষেত্রেই অস্ট্রেলিয়ার জয় যথেষ্ট বড় ভূমিকা রেখেছেন তিনি। আর সেই কারণেই তিনি পিছনে ফেলে দিয়েছেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম জাম্পা, মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজমদের।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর