ও কী ICC-র থেকেও বেশি জানে! সেওবাগকে তুমুল কটাক্ষ শোয়েব আখতারের

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সকলেই জানেন প্রাক্তন ভারতীয় তারকা বীরেন্দ্র সেওবাগ নিজের মনে যা থাকে সেই কথাই স্পষ্ট করে বলে দিতে ভালোবাসেন। সম্প্রতি একটি বিতর্কিত বিবৃতি দিয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি দাবি করেছেন যে পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতার জেনে বুঝে তার খেলার দিনগুলিতে ‘চাকিং’ করতেন। এর আগে খেলার মাঠে সেওবাগ এবং শোয়েব আখতার একাধিকবার বিতর্কে জড়িয়েছিলেন। কিন্তু এবার সেওবাগ সরাসরি আক্রমণ করে এবার বিতর্কটিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন।

কিছুদিন আগে শোয়েব আখতারের বোলিং অ্যাকশনের সমালোচনা করে সেওবাগ বলেছিলেন যে প্রাক্তন পাক পেসার জানতেন যে তিনি ‘তার কনুই নিয়ম বহির্ভূত ভাবে ভাঙছেন। এমনকি আইসিসিও তার বোলিং ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছিল। এরপর সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন পেসার এই নিয়ে পাল্টা আক্রমণ করে খোলাখুলি এইসব মন্তব্য করার আগে আরেকটু দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে পাকিস্তানের গতিদানব সেওবাগকে কিছুটা কটাক্ষ করেই বলেছেন, “মনে হচ্ছে যেন সেওবাগ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়েও সবকিছু বেশি জানেন এবং সে কারণেই তিনি এত বড় মন্তব্য করেছেন।”

Virendar Sehwag,Shoaib Akhter

শোয়েব আখতার আরও যোগ করে বলেছেন “আমি সেওবাগকে এই ধরনের মন্তব্য এভাবে না করার জন্যই অনুরোধ করব। সেওবাগ যদি আইসিসির থেকেও বেশি খোঁজ খবর রাখে তাহলে তিনি তার এই মতামতের রাখতে পারেন, সেক্ষেত্রে আমার কিছু বলার নেই।”

এরপরে পাক পেসার সেওবাগের প্রশংসা করে বলেছেন, “আমার মনে হয় তিনি ভারতের জার্সি গায়ে চাপানো ক্রিকেটারদের মধ্যেও একজন সেরা ম্যাচ উইনার ছিলেন। তিনি সবসময় নিজের আগে দলকে রেখেছেন এবং সেইজন্য তাকে বিশ্বের সেরা ওপেনারদের মধ্যে একজন বলে গণ্য করা হয়। কিন্তু আমরা এখন জীবনের সেই পর্যায়ে আছি এবং বয়সে আছি যখন আমাদের মতামত প্রকাশ করার আগে অত্যন্ত সতর্ক থাকা উচিত। তাই এই ধরনের বিবৃতি দেওয়ার আগে আমি বিরুকে একটু সচেতন হওয়ার অনুরোধ করছি।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর