মিসবাহকে সরিয়ে পাকিস্তান ক্রিকেটে বড় দায়িত্বে শোয়েব আখতার

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেটে একই সঙ্গে দুটি বড় দায়িত্ব পালন করছেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার মিসবাহ উল হক। এই মুহূর্তে মিসবাহ পাকিস্তান জাতীয় দলের কোচ একইসঙ্গে পাকিস্তান নির্বাচক কমিটির প্রধান। আর এবার পাকিস্তান ক্রিকেটে মিসবাহ উল হকের দায়িত্ব কমানো হচ্ছে এমনটাই জানিয়েছেন এক পাক বোর্ড কর্তা। পাকিস্তানের ইংল্যান্ড সফরের মাঝে এমন খবর প্রকাশ এসেছে।

মিসবাহ উল হক এর পরিবর্তে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রধানের দায়িত্বে আছে চলেছেন একজন প্রাক্তন পাকিস্তানি পেশার। আর সেই জায়গাতেই ভাবা হচ্ছে রাওয়াল পিন্ডি এক্সপ্রেস শোয়েব আক্তারের নাম।

27243297d2e156fd81a7c1fd28fa099df07647d58a33dc479fad3d1bc0dc70f5cc2fde9d

দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নানা বিষয়ে কথা বলতে দেখা গিয়েছে শোয়েব আক্তারকে। যখন পাকিস্তান ক্রিকেট দল ভালো খেলেছে তখন যেমন প্রশংসা করেছেন তেমনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের খারাপ পারফরম্যান্সে সমালোচনা করতে ছাড়েননি তিনি।

আর এই প্রসঙ্গে প্রাক্তন পাক পেশার শোয়েব আক্তার জানিয়েছেন, “ইতিমধ্যেই বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে এই বিষয়টি নিয়ে। আমাদের কথাবার্তা অনেক দূর এগিয়েছে। খুব দ্রুতই পাকিস্তান ক্রিকেট বোর্ডের বড় দায়িত্ব নিতে চলেছি আমি। অর্থাৎ শোয়েব আক্তার যে নির্বাচক প্রধানের দায়িত্বের কথাই  বলতে চেয়েছেন সেটা বলাই বাহুল্য।”

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর