নিউজিল্যান্ড সফর বাতিল করায় হতাশ শোয়েব, বললেন পাক ক্রিকেটকে হত্যা করছে কিউয়িরা

বাংলা হান্ট ডেস্কঃ ১৮ বছর পর ফের একবার পাকিস্তান সফরের জন্য রাজি হয়েছিল নিউজিল্যান্ড। কার্যত পাকিস্তানে ফের একবার ক্রিকেট শুরু হবার জন্য বড় ভূমিকা নিতে পারত এই সিরিজটি। কিন্তু সিরিজ শুরু হবার ঠিক আগেই নিরাপত্তার কারণে তা বাতিল করে দিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। পাক ক্রিকেট বোর্ডের তরফ থেকে শুক্রবারই জানানো হয়েছে এই খবর।

স্বাভাবিকভাবেই এমন ঘটনার পর হতাশ সমর্থকরা। জানা গিয়েছে, নিউজিল্যান্ডের নিরাপত্তা আধিকারিকদের তরফে সতর্ক করা হয়েছিল দলকে। সেই কারণেই এ বিষয়ে আর নতুন কোন ঝুঁকি নিতে চাইনি কিউয়িরা। যদিও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজে থেকে নিউজিল্যান্ডের বোর্ড এবং প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

এবার এই নিয়ে বড় বয়ান দিলেন প্রাক্তন পাক জোরে বোলার শোয়েব আকতার। এদিন নিজের টুইটার হ্যান্ডেল থেকে কার্যত নিউজিল্যান্ডের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন তিনি। হতাশ শোয়েব লেখেন, “পাকিস্তান ক্রিকেটকে হত্যা করল নিউজিল্যান্ড।” প্রসঙ্গত উল্লেখ্য, নিরাপত্তা সংস্থার সতর্কবার্তার পর কিউয়ি খেলোয়াড়দের হোটেল ছেড়ে বাইরে বেরোতে দেওয়া হয়নি। এবং বোর্ডের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তারা যেন দেশে ফিরে আসেন।

এই ঘটনা যে স্বাভাবিকভাবেই পাকিস্তান ক্রিকেটকে আরও পিছনের দিকে ঠেলে দেবে তা বলাই বাহুল্য। কারণ নিরাপত্তা সংক্রান্ত জটিলতা তৈরি হলে কোন দলই পাকিস্তান সফর করতে চাইবে না। আগামী বছর অস্ট্রেলিয়ারও পাকিস্তান সফর করার কথা রয়েছে। এই সফরে তাদের ২ টি টেস্ট, ৩ টি ওয়ানডে এবং ৩ টি টি -টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। কিন্তু নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি তৈরি হলে সেই সফরে ফের একবার বাতিল হয়ে যেতে পারে। কার্যত ১৯৯৮ সালের পর থেকে ২৩ বছর কোন পাকিস্তান সফর করেনি অস্ট্রেলিয়া।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর