রামলালের সাথে বৈঠক শোভনের,তাহলে কি বিজেপিতে যোগ দিচ্ছেন শোভন

বাংলাহান্ট ডেস্ক: চলতি বছরের গোড়ার দিকে কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দেন শোভন চট্টোপাধ্যায়। দলের আর কোনো কর্মসূচিতে তাকে দেখা যায়নি। লোকসভা ভোটে দলের খারাপ ফল করার পর মমতা বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায় কে আবারো দলের সক্রিয় হওয়ার বার্তা দিয়েছিলেন যদিও তাতে কর্ণপাত করেননি শোভনবাবু।

ইস্তফা দেওয়ার পর থেকেই শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে উঠে গিয়েছিল। শোনা গিয়েছিল লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারেন শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী। শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখের সাথে বিজেপির একাধিক কেন্দ্রিয় নেতৃত্বের সাথে বৈঠক হয়েছিল। বৈশাখী এ কথা এক সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছিলেন। ওই সাংবাদিক বৈঠকে বৈশাখী বলেছিলেন
তিনি বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেননি। সাথে আবার এও বলেছিলেন, ” এখনই বিজেপিতে যাচ্ছি না মানে এই নয় যে কখনও যাব না।

এই বিষয়ে একেবারেই মুখ খোলেননি শোভন চট্টোপাধ্যায়। কিন্তু কয়েক সপ্তাহ আগে দিল্লি গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায় ও তার বান্ধবী বৈশাখী। দিল্লি সফরের বিষয়ে বৈশাখী বলেছিলেন, ” আমি ব্যক্তিগত কাজেই দিল্লী গিয়েছিলাম। শোভন চট্টোপাধ্যায় কি কারনে গিয়েছিলেন, সেটা তিনিই বলবেন। সময় হলেই বলবেন।”

অন্যদিকে বিজেপি সূত্রের খবর, লোকসভা নির্বাচনের আগে শুধুমাত্র বৈশাখীর সাথে কথা হচ্ছিল। এবার শোভন চট্টোপাধ্যায় এর সাথে সরাসরি কথা হচ্ছে। এমনকি দলের সাথে শোভন ও বৈশাখী আলোচনা অনেকটাই এগিয়েছে।

জানা গেছে জে পি নাড্ডা ও অমিত শাহর সম্মতিতেই। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকা রামলাল এর সাথে শোভন বৈশাখের আলোচনা হয়।

এই আলোচনা নিয়ে শোভন চট্টোপাধ্যায় এখনো পর্যন্ত সাংবাদিকদের সামনে মুখ খোলেননি। বিজেপির তরফ থেকেও এরকম আলোচনার কথা উড়িয়ে দেওয়া হয়। কিন্ত দল থেকে ইস্তফা দেওয়া ও রাজ্যসভা ভোটের আগে দিল্লি যাওয়া এই দুই ঘটনা শোভন চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না।

সম্পর্কিত খবর