ভারত হারলেও ২০২২-এ বাবর, হোপদের মতো ক্রিকেটারদের পেছনে ফেলে দিয়েছেন শ্রেয়স আইয়ার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এইমুহূর্তে ভারতীয় দলের অবস্থা একেবারেই ভালো নয়। নিউজিল্যান্ডের মাটিতে অনভিজ্ঞ ভারতীয় দল নিয়ে শিখর ধাওয়ান ওডিআই সিরিজ হেরে ফিরেছিলেন। এবার বাংলাদেশের মাটিতে অভিজ্ঞ দল নিয়ে গিয়েও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ খাওয়াতে হয়েছে রোহিত শর্মার ভারতকে। বিশ্বকাপের এক বছর আগে ভারতীয় দলের এই করুন অবস্থা চিন্তায় ফেলেছে অনেক ভারতীয় ক্রিকেট ভক্তকেই।

যেভাবে ভারতীয় দলের তারকা ব্যাটাররা ওডিআই ফরম‍্যাটে রান করতে ব্যর্থ হচ্ছেন, তাতে দেশের মাটিতে ভারতের পক্ষে খেতাব দখল করা সম্ভব হবে কিনা, সেই নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করছেন। তবে বিরাট কোহলি, রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুলদের ব্যর্থতার মাঝে একজন ক্রিকেটার এমন রয়েছেন যিনি ওডিআই ফরম্যাটে চলতি বছরে অসাধারণ পর্বে রয়েছেন এবং ক্রমেই এই ফরম্যাটে ভারতীয় দলে নিজেকে অপরিহার্য করে তুলছেন।

Shreyas Iyer,Shreyas Half-century,Team India,India vs Bangladesh,Shreyas Leading Run-scorer

এই ক্রিকেটার হলেন শ্রেয়স আইয়ার। টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের ফর্মের কারণে যথেষ্টই সমালোচিত হয়েছেন তিনি। কিন্তু ওটাই ফরম্যাটে তার সমালোচনা করার জন্য নিন্দুকদের তিনি জায়গা ছেড়ে রাখেননি। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, বাংলাদেশ সকল দলের বিরুদ্ধে সব রকম পরিস্থিতিতেই তিনি চলতি বছরে রান করেছেন।

শেষ ১১ ওডিআই ইনিংসে কেবলমাত্র ৪ বার অর্ধশতরানের গন্ডি পেরোতে ব্যর্থ হয়েছেন তিনি। এই সময় তার সর্বনিম্ন স্কোর ছিল ২৪। চলতি বছরে তিন বা চার নম্বরে ব্যাট করতে নেমে একবার শতরানের দেখাও পেয়েছেন তিনি। তিনি এতটাই ভালো ফর্মে আছেন যে সাই হোপ, বাবর আজমদের মতো তারকাদের পেছনে ফেলে ২০২২ ক্যালেন্ডার বর্ষে আপাতত তিনি সর্বোচ্চ ওডিআই রান সংগ্রাহক।

২০২২ সালের সর্বোচ্চ ওডিআই রানসংগ্রাহকদের তালিকা:

  • শ্রেয়স আইয়ার (ভারত): ৭২১
  • সাই হোপ (ওয়েস্ট ইন্ডিজ): ৭০৯
  • সামারা ব্রুকস (ওয়েস্ট ইন্ডিজ): ৬৯৪
  • শিখর ধাওয়ান (ভারত): ৬৮৫
  • বাবর আজম (পাকিস্তান): ৬৭৯
Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর