ইংরেজি না জানায় একদা ঝাড়ুদারের কাজ করা রিঙ্কু সিংকে বিদ্রূপ শ্রেয়সের, বিতর্ক বাড়ায় ভিডিও মুছল KKR

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলে গত ম্যাচে জয়ে ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। টানা চার ম্যাচে হারের পর গত ম্যাচে রাজস্থান রয়্যালসকে পরাজিত করে টপ ফোরের দৌড়ে ফিরে এসেছে তারা। গত ম্যাচে কেকেআরের জয়ের পেছনে মূল নায়ক ছিলেন দুজন। তারা হলেন নীতিশ রানা এবং রিঙ্কু সিং। দুজনের দুরন্ত ব্যাটিংয়ে ভর করে বেশ আরামের সাথেই ম্যাচটি জিতে নেন কেকেআর।

রিঙ্কু সিং ২০১৮ থেকেই কেকেআর দলে আছেন। তাকে ৮০ লাখ টাকা দিয়ে দলে নেওয়ায় অনেক ক্রিকেটপ্রেমীদেরই চোখ কপালে উঠেছিল। অবশ্য দলে এলেও প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না তিনি। ২০২২ আইপিএল মেগা অকশনে ফের তাকে দলে নেয় নাইট ম্যানেজমেন্ট। প্রথমে জয়গা না হলেও সম্প্রতি ব্যাটিং কম্বিনেশন নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে দলে জায়গা দেওয়া হয়েছিল রিঙ্কুকে এবং দু-তিনটি সুযোগ পাওয়ার পর গত ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে ৪২ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে কেকেআরের হতে বড় অবদান রেখে ম্যাচের সেরা হন তিনি।

rinku

ম্যাচের পর কেকেআরের ওয়েবসাইটের জন্য অধিনায়ক শ্রেয়স আইয়ার সাক্ষাৎকার নিচ্ছিলেন রিঙ্কুর। রিঙ্কু অত্যন্ত দরিদ্র পরিবার থেকে এই জায়গায় উঠে এসেছেন তিনি। খুব বেশি পড়াশুনার সুযোগ না পাওয়ার ইংরেজিতে খুব একটা দক্ষ নন তিনি। তাই শ্রেয়স আইয়ার তাকে যখন ইংরেজিতে তার প্রশ্নের উত্তর দিতে বলেন তখন রিঙ্কু জানান যে তার শুধু নিজের ব্যাটিংটা ঠিকঠাক জানা আছে এবং ব্যাট হাতে তিনি আত্মবিশ্বাসী হলেও ইংরেজি বলার ক্ষেত্রে নিজের ওপর খুব একটা ভরসা নেই তার।

জবাবে শ্রেয়স আইয়ার তাকে ইংরেজি শিখে নিতে বলেন, কারণ ভবিষ্যতে রিঙ্কু আরও যখন ম্যাচ জেতাবেন তখন ইংরেজি জানা থাকলে তার নিজের সাথে সকলেরই সুবিধা হবে দাবি করেছেন নাইট অধিনায়ক। যদিও গোটা ঘটনাটিই ঘটেছিল মজার ছলে। কিন্তু নাইট ম্যানেজমেন্ট মজার ছলে ভিডিওটি শেয়ার করতেই ক্ষোভ উগরে দেন নেটিজেনরা। তাদের মতে এই ভিডিওটির মাধ্যমে অবমাননা করা হয়েছে রিঙ্কুর। অতীতে অনেক ক্রিকেটার যেমন কপিল দেব, বীরেন্দ্র সেওবাগ ঠিকঠাক ইংরেজি না জেনেও তারকা হয়ে উঠেছেন। তাই রিঙ্কুকে এমন উপদেশ দেওয়ার কোনও মানে হয় না বলে দাবি তাদের। বিতর্ক দেখে ভিডিওটি ডিলিট করে দিয়েছে নাইট শিবির।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর