বাংলা হান্ট ডেস্ক : ভাইফোঁটার আগে প্রতিবাদী কিঞ্জল নন্দদের কাছে বিশেষ আর্জি ‘রাঙা বউ’ শ্রুতি দাসের (Shruti Das)। আরজিকর কান্ডের প্রতিবাদ আন্দোলনের শুরু থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন কিঞ্জল নন্দ (Kinjal Nanda)। রাজ্যের জুনিয়র ডাক্তারদের অন্যতম প্রতিবাদী মুখ তিনি। তাঁর নেতৃত্ব দেওয়া এই আন্দোলন এখন ছড়িয়ে গিয়েছে সমাজের সর্বস্তরে। যা খাদ্য আন্দোলনের পর বাংলার সব থেকে বড় আন্দোলন বলে দাবি করছেন অনেকেই।
কিঞ্জল নন্দদের ভাইফোঁটা দেওয়ার আর্জি শ্রুতির (Shruti Das)
আর এবার এই জুনিয়র ডাক্তারদের কাছে সোশ্যাল মিডিয়ায় এক বিশেষ আবেদন জানিয়েছেন বাংলা সিরিয়ালের ‘রাঙা বউ’ অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। প্রসঙ্গত আরজিকর কান্ডের পর প্রথম থেকেই প্রতিবাদে সরব হয়েছেন শ্রুতি (Shruti Das)। রাস্তায় নেমে আন্দোলন করার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন নায়িকা। ইতিমধ্যেই আরজিকরের কান্ডে গান বেঁধে ফেলেছেন শ্রুতি। আর এবার সামনেই আসছে ভাইফোঁটা। তাই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দীর্ঘায়ু কামনা করতেই এই বিশেষ দিনে কিঞ্জল দেবাশীষদের কপালে ফোঁটা দেওয়ার আর্জি জানিয়েছেন অভিনেত্রী।
এপ্রসঙ্গে একটি ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘এবছর আমার ভাই,দাদারা কেউ ভাইফোঁটা তে আমার কাছে থাকতে পারছে না। কিঞ্জল নন্দ এবং তার সহযোদ্ধা কয়েক জন ডাক্তার দাদা-ভাই দের ফোঁটা দিতে চাই।আমার সাথে কারোর আলাপ নেই। বার্তা টা একটু পৌঁছে দেবেন,আমি সেদিন পৌঁছে যাবো। ইচ্ছা আছে,বাকিটা ভাগ্য।’
এই আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দ আদতে এগড়ার এরেন্দা গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কলকাতার আরজিকল মেডিকেল কলেজে মাইক্রোবায়োলজিতে এমডি করছেন। পেশাগত ভাবে তিনি ডাক্তার হলেও তার নেশা অভিনয় করা। মঞ্চ অভিনেতার পাশাপাশি বড় পর্দা এবং বাংলা সিনেমার বেশ পরিচিত মুখ তিনি।
আরও পড়ুন : ‘অশুভ ছায়া কেটেছে…!’ সন্দীপ্তা-রুকমা নয় প্রিয়াঙ্কা-সহজের সাথেই জন্মদিনের কেক কাটলেন রাহুল
আজিকরের তিলোত্তমার বিচারের দাবিতে নাওয়া খাওয়া ভুলে অনশনে পথে বসেছেন কিঞ্জল। বাড়িতে রয়েছে মাত্র ৬ মাসের শিশু কন্যা। রবিবার ছিল কিঞ্জলের জন্মদিন। এই বিশেষ দিনেও কোন উদযাপনের লেশ মাত্র ছিল না। তবে কিঞ্জল একা নন,শুরুর দিন থেকে কিঞ্জলের সাথে এই আন্দোলনের শরিক হয়েছেন অনিকেত-দেবাশীষরাও।
এঁরা প্রত্যেকেই এখন বাংলার মানুষের আসল হিরো। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের শুরু থেকেই সাধারণ মানুষের পাশাপাশি পূর্ণ সমর্থন জানিয়েছেন বিনোদন জগতের তারকারাও। ইতিমধ্যেই একদিনের প্রতীকী অনশন করেছেন বাংলা ইন্ডাস্ট্রির দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল, বিদীপ্তা চক্রবর্তী,সুদীপ্তা চক্রবর্তীরা।