সৌরভের নেতৃত্বে আবার ফিরে আসতে চাইছে লক্ষ্মী? সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে শুরু জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার রাজ্যের মন্ত্রীসভা থেকে পদত্যাগ করেছেন ক্রীড়া মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা। আর এরপর আজ প্রথম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন তিনি। ওনার ওই পোস্ট অনেক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তিনি ফেসবুকে একটি পোস্ট করে লেখেন, ‘প্রকৃত অধিনায়ক তিনিই, যিনি শুধু নিজে না খেলে দলকেও খাল্র জন্য প্রেরণা দেন।” এই ক্যাপশনের সাথে সৌরভ গঙ্গোপাধ্যায় আর ওনার হাতে আঁকা একটি ছবিও পোস্ট করেন। ওনাকে যে এই ছবিটি পাঠিয়েছেন, তাকেও ধন্যবাদ জানান তিনি।

   

অনেকেরই মতে তিনি আবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ফিরে আসতে চাইছেন। একদিকে সৌরভের বিজেপি যোগ নিয়ে জল্পনা, আরেকদিকে লক্ষ্মীরতন শুক্লার অধিনায়ক সৌরভের সান্নিধ্যে যাওয়ার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে নতুন করে জল্পনার সৃষ্টি হয়েছে। যদিও প্রাক্তন ক্রীড়া মন্ত্রী এই নিয়ে এখনো মুখ খোলেন নি। তবে রাজনীতির অলিগলিতে গুজব উঠেছে যে, হাওড়ায় অমিত শাহের মঞ্চে ওনাকেও দেখা যেতে পারে।

জানিয়ে রাখি, মঙ্গলবার মন্ত্রিত্ব ছাড়েন লক্ষ্মীরতন শুক্লা। আর মন্ত্রিত্ব ছেড়েই ঘনিষ্ঠ মহলে বিস্ফোরকহন তিনি। সুত্রের খবর অনুযায়ী, তিনি অভিযোগ করে জানিয়েছিলেন যে, সাড়ে চার বছর মন্ত্রী থাকাকালীন ওনার কাছে একটিও ফাইল পাঠানো হয়নি। তিনি শুধু নামেই মন্ত্রী ছিলেন, ওনার কাছে কোনও প্রশাসনিক ক্ষমতা ছিল না। কিছু কাজ করতে গেলেও বাধা দেওয়া হত বলে অভিযোগ করেছেন লক্ষ্মীরতন শুক্লা।

প্রাক্তন ক্রীড়া মন্ত্রীর ঘনিষ্ঠ মহল সুত্র অনুযায়ী, লক্ষ্মীরতন শুক্লা অভিযোগ করে বলেছেন যে, দীর্ঘ সাড়ে ৪ বছর উনি মন্ত্রী থাকাকালীন রাজ্যের ক্রীড়া দফতরের কোনও ফাইল’ই ওনার কাছে আসত না। এমনকি কোনও প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এখন প্রশ্ন হচ্ছে তাহলে তিনি কি এই ক্ষোভেই মন্ত্রিত্ব ছাড়লেন?

যদিও ঘনিষ্ঠ মহলের দাবি, তিনি মন্ত্রিত্ব আর হাওড়া জেলার তৃণমূল সভাপতির পদ ছাড়লেও এখন বিধায়ক পদ ছাড়ছেন না। উনি বিধায়ক হিসেবে আর কমবেশি চার মাস রয়েছেন, এরপরেই রাজ্যের নির্বাচন। আর এই চারমাস তিনি মানুষের হয়ে কাজ করতে চান শুধু। এছাড়াও তিনি ক্রিকেটের দিকেও মন দিতে চাইছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর