ইংরেজিতে ৬ পাতার চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী, জানালেন তৃণমূল ছাড়ার কারণ…

বাংলাহান্ট ডেস্কঃ তৃণমূল ছাড়ার কারণ জানিয়ে ইংরেজিতে ৬ পাতার চিঠি লিখলেন শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। সম্প্রতি রাজ্য সরকারের সঙ্গে সকল প্রকার সম্পর্কের ইতি টেনে এবার হাতে বিজেপির পতাকা তুলে নেওয়ার উদ্দেশ্যে বেড়িয়ে পড়েছেন শুভেন্দু অধিকারী।

বেশ কিছু মাস ধরে দলের সঙ্গে দূরত্ব, দলীয় সভায় অংশ না নেওয়া, ব্যানারে দলীয় চিহ্ন না থাকায় কম জলঘোলা হয়নি শুভেন্দু অধিকারীকে নিয়ে। সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে একে একে তৃণমূল সরকারের সঙ্গে সকল সম্পর্ক ধাপে ধাপে ছিন্ন করেছেন শুভেন্দু অধিকারী। এবার বিজেপি যোগদানের পালা। জানা গিয়েছে, বিজেপিতে যোগদান করে মেদিনীপুরে অমিত শাহের সভায় প্রথম বক্তৃতা রেখে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতে পারেন শুভেন্দু।

kbvbdnhhn

সূত্রের খবর, বিজেপিতে যোগ দেওয়ার আগেই তৃণমূলের কর্মী এবং সাধারণ মানুষের উদ্দেশে ইংরেজিতে ৬ পাতার এক খোলা চিঠি লেখেন শুভেন্দু। সেই চিঠিতে তাঁর দল ছাড়ার সমস্ত কারণ তুলে ধরেন সাধারণের উদ্দেশে। সেইসঙ্গে অভিযোগ করেছেন, হাজার চেষ্টা করেও এই ১০ বছরে দলের কোন উন্নতি এমনকি কোন পরিবর্তনও করতে পারেনিনি শুভেন্দু অধিকারী। এমনকি তিনি আরও অভিযোগ করেছেন, দলের পুরনো প্রতিষ্ঠিত সদস্যরাই এখন দলের মধ্যে কোণঠাসা হয়ে রয়েছে। এখন তৃণমূল চলছে ব্যক্তি স্বার্থেই।

শুভেন্দু চিঠিতে লিখেছেন- ‘১০ বছর হয়ে গেলেও, দলে এখনও কোনও পরিবর্তন হয়নি৷ পচন ধরতে শুরু করেছে তৃণমূলে…….’

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর