বরুণ দেবতার কোপে শতরান ফস্কালেন শুভমান গিল, হাতছাড়া হলো বিশ্ব রেকর্ড গড়ার সুযোগ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ইতিহাস তৈরি করার অত্যন্ত কাছে এসেও পারলেন না শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ ওপেনার হিসেবে সুযোগ পেয়ে সীমিত ওভারের ক্রিকেটেও নিজের জাত চিনিয়েছেন শুভমান। তাকে সকলের সাধারণত রক্ষণাত্মক ব্যাটার হিসেবেই চেনে। কিন্তু প্রথম দুই ওডিআইতে আক্রমণাত্মক ব্যাটিং করে নিজেকে সীমিত ওভারের ক্রিকেট এর যোগ্য বলে প্রমাণ করেছিলেন তিনি। তৃতীয় ওডিআই তে দুর্দান্ত খেলছিলেন গিল। কিন্তু তার সাথে ঘটে গেল একটি হৃদয়বিদারক ঘটনা।

তৃতীয় ম্যাচে দুবার বাঁধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। প্রথমবার যখন বৃষ্টি আসে তখন সদ্য শিখর ধাওয়ানকে খুইয়েছে ভারত। শুভমান গিল তখন ব্যাটিং করছিলেন ৫১ রানে। এরপর শের ভারতীয় সময় রাত ১১টা বেজে ১৫ মিনিট নাগাদ খেলা শুরু হয়। ওভার সংখ্যা কমে ৫০ থেকে ৪০ করে দেওয়া হয়। কিন্তু সেই ৪০ ওভারও সম্পূর্ণ হতে পারে না। ৩৬ তম ওভার সম্পূর্ণ হতেই মাঠে ফের হানা দেয় বৃষ্টি।

Shuvman Gill,Gill missed century,Team India,India vs West Indies,Rain,DLS

এইসময় ভারতীয় দলের স্কোর ছিল ৩ উইকেট হারিয়ে ২২৫। ৯৮ রানে অপরাজিত ছিলেন পাঞ্জাবের তারকা ক্রিকেটার। কিন্তু গিলের দুর্ভাগ্য যে ভারতীয় দল আর ব্যাটিং করার সুযোগই পায় না। খেলার দৈর্ঘ্য কমিয়ে ৩৫ ওভার করে দেওয়া হয় এবং ওয়েস্ট ইন্ডিজের টার্গেট বেড়ে দাঁড়ায় ২৫৭। শুভমান গিল এর অপরাজিত ৯৮ রানের ইনিংস বাদেও শিখর ধাওয়ান ৫৮ এবং শ্রেয়স আইয়ার ৩৪ বলে ৪৪ রান করেন।

আর এক বল পেলেই হয়তো নিজের শতরান সম্পূর্ণ করে ফেলতে পারতেন শুভমান গিল। সেক্ষেত্রে তিনি নাম তুলে ফেলতেন ইতিহাসের পাতায়। কিন্তু তার দুর্ভাগ্য, ভারতের হয়ে ওডিআই ফরম্যাটে সর্বকনিষ্ঠ ওপেনার হিসেবে শতরানকারী হিসেবে তার নামটি লেখার সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া হলো বরুণ দেবতার কোপে। তবে প্রতিবেদনটি লেখার সময় সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। মহম্মদ সিরাজ প্রথম ওভারেই ওপেনার কাইল মেয়ার্স এবং তিন নম্বরে নামা ব্রুকসকে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দিয়েছেন। প্রতিবেদনটি লেখার সময় ওয়েস্ট ইন্ডিজ ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছে। অপর ওপেনার সাই হোপকে (২২) আউট করেছেন চাহাল।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর