আত্মহত‍্যাই করেছেন সুশান্ত, AIIMS এর রিপোর্ট নিয়ে মুখ খুললেন দিদি শ্বেতা

বাংলাহান্ট ডেস্ক: খুন হননি, আত্মহত‍্যাই করেছেন সুশান্ত সিং রাজপুত (sushant singh rajput)। শনিবারই প্রয়াত অভিনেতার ভিসেরা ও ময়নাতদন্তের রিপোর্ট খতিয়ে দেখে এমন চাঞ্চল‍্যকর মন্তব‍্য করেছে AIIMS এর চিকিৎসকের দল। আর এরপরেই এই বিষয়ে মুখ খুলেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি (shweta singh kirti)।

নিজের ইনস্টা হ‍্যান্ডেলে প্রিয় ভাইয়ের একটি হাসিমুখের ছবি শেয়ার করেছেন শ্বেতা। ছবিতে সুশান্তের কপালে দেখা যাচ্ছে লাল সিঁদুরের টিকা। ক‍্যাপশনে শ্বেতা লিখেছেন, ‘আমরা জিতব’। এভাবেই স্বল্প কথায় AIIMS এর চিকিৎসকদের মন্তব‍্যের প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।

Sushant 3

https://www.instagram.com/p/CF3rLuylkdw/?igshid=1t21mzdzetzuf

 

সরব হয়েছেন সুশান্তের বন্ধু বিকাশ গুপ্তাও। সোশ‍্যাল মিডিয়ায় সুশান্তের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘সুশান্তের যোদ্ধারা, দয়া করে কোনো প্রতিক্রিয়া দেবেন না বা অভিযোগ করবেন না কারোর বিরুদ্ধে। সিবিআইয়ের রিপোর্টের জন‍্য অপেক্ষা করুন। দয়া করে আমাদের আক্রমণ করবেন না। কারণ সত‍্যিটা সত‍্যিই। আপনারা প্রমাণ ছাড়াই রিয়া চক্রবর্তীকে সমর্থন করেছেন। এটা আমার বা আপনার সম্পর্কে নয়। এটা সুশান্তের জন‍্য। প্রার্থনা করুন আপনার কাছের কারোর সঙ্গে যেন এমন না হয়।’

 

১৪ জুন অভিনেতার মৃত‍্যুর পরপরই কুপার হাসপাতালে তাঁর দেহের ময়নাতদন্ত হয়। সেই রিপোর্টে উঠে আসে দীর্ঘক্ষণ গলায় ফাঁস দিয়ে ঝুলে থাকার ফলেই মৃত‍্যু হয়েছে সুশান্তের। আত্মহত‍্যার তত্ত্বটাকেই প্রাধান‍্য দেয় কুপার হাসপাতালের ময়না তদন্তকারী দল।

কিন্তু তাদের রিপোর্টে আশ্বস্ত না হওয়ায় ফের AIIMS এর চিকিৎসকদের একটি দলকে সুশান্তের ভিসেরা পরীক্ষা ও ময়না তদন্তের রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ দেয় সিবিআই। এর আগেই প্রকাশ‍্যে আসে ভিসেরা রিপোর্ট। জানা গিয়েছে, অভিনেতার শরীরে বিষের কোনো চিহ্ন মেলেনি। তখন সিবিআই এই মামলায় আত্মহত‍্যার পাশাপাশি খুনের সম্ভাবনাকেও উড়িয়ে দেয়নি। কারন সুশান্তের মেডিক‍্যাল রিপোর্টে বেশ কিছু অস্বাভাবিকতা চোখে পড়ে বলে খবর।

কুপার হাসপাতালে সুশান্তের দেহের যে ময়নাতদন্ত হয়েছিল সেই রিপোর্টে অনেক কিছুই লুকিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিল AIIMS।

এবার সুধীর গুপ্তের নেতৃত্বে সুশান্তের ভিসেরা ও ময়না তদন্ত রিপোর্ট পরীক্ষা করার পর AIIMS এর চিকিৎসকদের দল এই সিদ্ধান্তে এসেছে যে সুশান্তকে খুন করা হয়নি। তিনি আত্মহত‍্যা করেছেন। তবে তাঁকে আত্মহত‍্যার জন‍্য কেউ প্ররোচনা দিয়েছিল কিনা তা জানা যায়নি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর