ঘরের ছেলের মতো ছিলেন সিদ্ধার্থ, লকডাউনে জোর করে কুড়ি হাজার টাকা পাঠিয়েছিলেন প্রয়াত ‘আনন্দী’ প্রত‍্যুষার বাবাকে

বাংলাহান্ট ডেস্ক: বিগ বস খ‍্যাত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার (siddharth shukla) অকালমৃত‍্যতে শোকের কালো ছায়া নেমেছে বলিউড ইন্ডাস্ট্রির উপরে। ছোটপর্দা থেকে উঠে আসা সিদ্ধার্থ নিজের জোরে বলিউডে জয়গা করে নিয়েছিলেন। বিগ বস থেকে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে উঠলেও বালিকা বধূ সিরিয়ালই পরিচিতি এনে দিয়েছিল সিদ্ধার্থকে।

   

এই সিরিয়ালে আনন্দীর দ্বিতীয় স্বামী শিবরাজ শেখরের চরিত্রে অভিনয় করতেন তিনি। প্রয়াত অভিনেত্রী প্রত‍্যুষা বন্দ‍্যোপাধ‍্যায়কে (pratyusha banerjee) দেখা গিয়েছিল সিরিয়ালের মূল চরিত্র আনন্দীর ভূমিকায়। সদ‍্য সিদ্ধার্থের মৃত‍্যুর পর তাঁর বিষয়ে মুখ খোলেন প্রত‍্যুষার বাবা শঙ্কর বন্দ‍্যোপাধ‍্যায়। তিনি জানান, লকডাউনের সময়ে জোর করে তাঁকে কুড়ি হাজার টাকা দিয়েছিলেন প্রয়াত অভিনেতা।


এক সাক্ষাৎকারে প্রত‍্যুষার বাবা বলেন, ২০১৬ তে প্রত‍্যুষার অস্বাভাবিক মৃত‍্যুর পর থেকেই তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেন সিদ্ধার্থ। হোয়াটসঅ্যাপে বাবার তাঁদের জিজ্ঞাসা করতেন তিনি কোনো রকম সাহায‍্য লাগবে কিনা। প্রত‍্যুষার বাবা বলেন, সিদ্ধার্থকে নিজের ছেলের মতো দেখতেন তিনি। বালিকা বধূর সিরিয়ালের সময় খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলেন প্রত‍্যুষা ও সিদ্ধার্থ। এমনকি অনেকবার অভিনেত্রীর সঙ্গে তাঁর বাড়িতেও এসেছেন তিনি। কিন্তু প্রত‍্যুষার মৃত‍্যুর পরেই দুজনের সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ায়, যখর জেরে অভিনেত্রীর বাড়িতে আসা যাওয়া বন্ধ করছ দেন সিদ্ধার্থ। তবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ রেখেছিলেন তিনি।

প্রত‍্যুষার বাবা বলেন, “লকডাউনের সময় বারবার মেসেজ করতেন সিদ্ধার্থ। আমি ও আমার স্ত্রীকে জিজ্ঞাসা করতেন আমরা ভাল আছি কিনা। আমাদের কোনো সাহায‍্য লাগবে কিনা। জোর করে আমাদের ২০ হাজার টাকা পাঠিয়েছিলেন সিদ্ধার্থ।”

বৃহস্পতিবার মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। শুক্রবার বিকেলে ওশিওয়াড়া শ্মশানে সম্পন্ন হয় তাঁর শেষকৃত‍্য। সেখানে তাঁর পরিবারের সদস‍্যরা ছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধার্থের ইন্ডাস্ট্রির সহকর্মীরা। উপস্থিত ছিলেন শেহনাজ গিল, আলি গনি, আসিম রিয়াজ, মাহিরা খান, অভিনব শুক্লা, জয় ভানুশালীরা।

চিকিৎসকেরা প্রথমে জানিয়েছিলেন বুধবার রাতেই ঘুমের মধ‍্যে মৃত‍্যু হয়েছে সিদ্ধার্থের। কিন্তু কিছু ধোঁয়াশা তখনো ছিল। অন‍্য কোনো কারণ তাঁর মৃত‍্যুর নেপথ‍্যে থাকতে পারে কিনা সে ব‍্যাপারে নিশ্চিত হতেই ময়নাতদন্ত করান চিকিৎসকেরা।

বৃহস্পতিবার রাতে এসে পৌঁছায় প্রয়াত অভিনেতার ভিসেরা রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী, সিদ্ধার্থের মৃত‍্যুর নেপথ‍্যে কোনো অস্বাভাবিক কারণ নেই। তাঁর শরীরে কোনো রকম কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত‍্যু হয়েছে সিদ্ধার্থের। তবে এখনো ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছেন চিকিৎসকেরা‌।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর