লক্ষ্মীবারে দারুণ সস্তা সোনা, দেখে নিন দেশের বিভিন্ন প্রান্তের সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান বাজারে রোজই প্রায় সোনার দাম (gold price) ওঠা নামা করতে দেখা যায়। ফেব্রুয়ারী মাসের প্রথম দিন বাজেট পেশ করার পর থেকেই ক্রমাগত নেমে চলেছে সোনার দাম। ২০২০ সালের আগস্টে সোনার দাম ৫৬ হাজারের গণ্ডি পার করে গেলেও, ২০২১ সালে কিন্তু ভারী পতন দেখা গিয়েছে স্বর্ণ বাজারে।

   

এখন ৪৭ হাজারের ঘরে দাঁড়িয়েছে সোনার দাম। দামের এই ভারী পতন সোমবার বিকেল সাড়ে ৫ টা অবধি বেশ ভালো ভাবেই লক্ষ্য করা গেল।

সোনার দাম,gold price

সোনার দাম
কলকাতায় আজকে সোনার দাম (today’s gold price) রয়েছে ৪৭ হাজারের ঘরে। গহনা সোনা অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম আজকে দাঁড়িয়েছে ৪৭১৫০ টাকা প্রতি ১০ গ্রামের এবং ১ গ্রামের দাম হচ্ছে ৪৭১৫ টাকা।

অন্যদিকে দিল্লীতে আজ বেশ খানিকটা কম দাম রয়েছে কলকাতার তুলনায়। ১ গ্রাম সোনার দাম ৪৬৭০ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৬৭০০ টাকা।

সোনার দাম,gold price

ভারতের মধ্যে সর্বাধিক কম দাম দেখতে পাওয়া যায় ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, কেরালা সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ১ গ্রাম গহনা সোনার দাম দাঁড়িয়েছে ৪৪৫৫ টাকা এবং ১০ গ্রামের দাম পড়ছে ৪৪৫৫০ টাকা।

এদিকে আবার কলকাতায় ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৪৯৪৮ টাকা এবং দিল্লীতে ৫০৯৬ টাকা।

সোনার দাম,gold price

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে ওঠা নামা করলেও, রূপোর দাম কিন্তু দেশের সর্বপ্রান্তেই একই থাকে। আজকের দিনে ১ গ্রাম রূপোর দাম (today’s silver price) ৬৮.৯৫ টাকা এবং ১০ গ্রামের দাম ৬৮৯.৫০

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর