পরপর তিন দিন ভারী পতন স্বর্ণবাজারে, ৪৬ হাজারের ঘরে দাঁড়াল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ পরপর তিন দিন ভারী পতন স্বর্ণবাজারে। আজও বেশকিছুটা কমলো সোনার দাম (gold price)। সোনার দামের এই ভারী পতন দেখে কিছুটা হাসি ফুটেছে মধ্যবিত্তের চোখে মুখে। সোনা মানুষের লাগে না এমন কোন অনুষ্ঠান নেই, মানুষের সমস্ত শুভ অনুষ্ঠানেই সোনা অপরিহার্য।

   

রবিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৭৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৭৪ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৪৪০ টাকা এবং ১ গ্রামের ৪৯৪৪ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৩৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৩৪ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৫৫০ টাকা এবং ১ গ্রামের ৫০৫৫ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪১৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪১৯ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৩.৬০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৩৬ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর