সপ্তাহান্তে এসে বেশ কিছুটা কমল সোনার দাম, ঠোঁটের কোণে বাঁকা হাসি মধ্যবিত্তের

বাংলাহান্ট ডেস্কঃ ক্রমাগত ওঠা নামা করতে করতে, সপ্তাহের শেষে এসে আজ আবারও বেশকিছুটা কমল সোনার দাম (gold price)। স্বর্ণবাজারের এই ভারী পতন দেখে মুখে হাসি মধ্যবিত্তের। চলতি মাসের শুরু থেকেই হুড়মুড়িয়ে কমছে সোনার দাম। যার ফলে ব্যবসায়ীর মাথায় হাত পড়লেও, মুখের হাসি বহাল রয়েছে ক্রেতাদের।

শনিবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৫০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৫০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯২০০ টাকা এবং ১ গ্রামের ৪৯২০ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৩০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৩০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৫০০ টাকা এবং ১ গ্রামের ৫০৫০ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪১৫ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম কমে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬১.৭০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬১৭ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর