লাফিয়ে কমল সোনার দাম, এক ধাক্কায় পারদ পতন স্বর্ণ বাজারে

বাংলাহান্ট ডেস্কঃ বাজেট পেশ করার পর থেকে সোনার দাম (gold price) সেই যে কমতে শুরু করেছে, তা আর ওঠার নামই নিচ্ছে না। ক্রমশ পারদ নেমেই যাচ্ছে। বিয়ের মরশুমে এই সোনার দামের পতন দেখে একদিকে যেমন বিয়ে বাড়িতে খুশি দ্বিগুণ হয়ে গিয়েছে, তেমনই অন্যদিকে বিক্রতাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।

বুধবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত সোনার দামের এই ভারী পতন আবারও লক্ষ্য করা গেল।

সোনার দাম

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনা (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার দাম নেমে দাঁড়িয়েছে ৪৬ হাজারের ঘরে। অন্যদিকে দিল্লীতে আজকে সোনার দামের গ্রাফ নেমেছে ৪৫ হাজারের ঘরে।

তাই আর দেরী না করে এখনই পৌঁছে যান আপনার নিকটবর্তী সোনার দোকানে। আর কিনে নিন আপনার পছন্দের সেরা গহনাটা। কিনে রাখুন নিজের জন্য কিংবা বিয়েতে গিফট দেওয়ার জন্য। সস্তায় এখনই কিনে, ভবিষ্যতে কিছুটা সাশ্রয়ও করতে পারবেন।

সোনার দাম

এক নজরে ঘুরে নিন ভারতের বেশ কিছু এলাকার স্বর্ণবাজার।
কলকাতায় আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬২২০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬২২ টাকা।
দিল্লীতে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৯০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৯০ টাকা।
কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায় আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৩৭৫০ টাকা।

সোনার দাম

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দাম কমলেও রূপোর দাম বেড়ে দাঁড়িয়েছে ১০ গ্রাম দাম পড়েছে ৭০.৫১ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৭০৫.১০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর