মাসের শেষ বেশকিছুটা সস্তা হল সোনালী ধাতু, বৃদ্ধির বদলে কিছুটা কমল সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ বর্তমান সময়ে সোনার দাম (gold price) বেশ উর্দ্ধমুখী থাকলেও, আজ কিছুটা নিম্নগামী হয়েছে। বিয়ের মরশুম হলেও, করোনার দ্বিতীয় পর্বের জেরে রাজ্যে বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়েছে আরও ১৫ দিন। এই সময়ের মধ্যে বিয়ের অনুষ্ঠানে ছাড় দেওয়া হলেও, তা শর্তসাপেক্ষ। তাই এমন অনেকেই আছেন, যারা শর্ত মেনে নয়, অপেক্ষা করে ধুমধাম করেই বিয়ে করতে পছন্দ করছেন।

মরশুম হলেও, করোনার কারণে কিছুটা বাজার খারাপ চলছে সোনার ব্যাবসায়িদের। তবে এই ফাঁকে সোনার দাম বেশ তড়তড় করে এগিয়ে যাচ্ছে। মাসের শেষে এসেও বেশ উর্দ্ধমুখী রয়েছে সোনার দাম। তবে শুক্রবার কিছুটা হলেও বিকেল ৬ টা পর্যন্ত সোনার দামে বেশ কিছুটা পতন লক্ষ্য করা গেল।

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৮ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৮১৭০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৮১৭ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫০৭৫০ টাকা এবং ১ গ্রামের ৫০৭৫ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৭০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৭০ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৫৭০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৭০ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে সোনার দাম কমলেও বেড়েছে রূপোর দাম। ১০ গ্রাম দাম পড়েছে ৭২ টাকা এবং ১ গ্রামের দাম রয়েছে ৭২০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর