মাসের শেষে লাগাতার কমছে সোনার দাম, একবার ঘুরে দেখুন স্বর্ণ বাজার

বাংলাহান্ট ডেস্কঃ বছরের প্রথম মাসে সোনার দাম (gold price) বেশ কয়েকবার ওঠানামা করতে দেখা গেল। মাসের শেষের দিকে এসে লাগাতার পতন ঘটে চলেছে স্বর্ণ বাজারে। সোনার সঙ্গে পাল্লা দিয়েছিল রূপোও। গোটা মাস ধরে রূপোরও দামেরর গ্রাফও বেশ ওঠানামা করেছে।

সোনার গহনা বিয়ে থেকে শুরু করে মানুষের বিপদে আপদে নানা কাজে লাগে। তাই কম দামে সোনার জিনিস কিনে, বিপদের দিনে কাজে লাগানো যায়। তারউপর এখন তো বিয়ের মরশুম। বিয়েতে উপহার স্বরূপ, বা নিজের জন্য- কিনে রাখুন আপনার পছন্দের সেরা গহনাটা। শনিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই ভারী পতন লক্ষ্য করা গেল।

সোনার দাম,gold price

সোনার দাম
আজকের দিনে কলকাতায় গহনা সোনার দাম (today’s gold price) অর্থাৎ ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কমে দাঁড়িয়েছে- ৪৮৩২০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৮৩২ টাকা। যা গতকালের থেকে ১০ গ্রামে প্রায় ১৫০ টাকা কমেছে।

দিল্লীতে এই গহনা সোনার আজকের দিনে ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৭৯৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭৯৫ টাকা।

উল্টোদিকে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম কলকাতায় দাঁড়িয়েছে ৫১০২০ টাকা এবং ১ গ্রামের দাম ৫১০২ টাকা।

সোনার দাম,gold price

দিল্লীতে রয়েছে ১০ গ্রামের দাম ৫২৩০০ টাকা এবং ১ গ্রামের দাম দাঁড়িয়েছে ৫২৩০ টাকা।

সোনার দামের রেট চার্ট দেখলে দেখা যায় কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায় আজকের দিনে দাম রয়েছে সবথেকে কম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ৪৫৮০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৮০ টাকা।

সোনার দাম,gold price

রূপোর দাম
সোনার দামের পতন ঘটলেও আজকে কিন্তু রূপোর দাম (today’s silver price) বৃদ্ধি পেয়েছে। ১ গ্রামের দাম ৭০ টাকা এবং ১০ গ্রামের দাম ৭০০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর