ধনতেরাসের আগেই পড়ল সোনার দাম, মুখে হাসির ঝিলিক ফুটে উঠল মধ্যবিত্তের

বাংলাহান্ট ডেস্কঃ সামনেই ধনতেরাস। আর তার আগেই হুড়মুড়িয়ে পড়ল সোনার দাম (gold price)। সোনার দামের এই ভারী পতন দেখে কিছুটা হাসি ফুটেছে মধ্যবিত্তের চোখে মুখে। সোনা মানুষের লাগে না এমন কোন অনুষ্ঠান নেই, মানুষের সমস্ত শুভ অনুষ্ঠানেই সোনা অপরিহার্য।

শনিবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

silver gold price on 19 th august in kolkata

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৭ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭১৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭১৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৮৫০ টাকা এবং ১ গ্রামের ৪৯৮৫ টাকা।

1609144970 5fe99a8a6fc81 gold shop

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬৮৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬৮৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫১১০০ টাকা এবং ১ গ্রামের ৫১১০ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৭০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৭০ টাকা।

7629 b 1594199828

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৪.৬০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৪৬ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর