পর পর তিনদিন লাগাতার পতন স্বর্ণবাজারে, বুধবারও কমলো সোনার দাম

বাংলাহান্ট ডেস্কঃ পর পর তিনদিন লাগাতার পতন স্বর্ণবাজারে। হুড়মুড়িয়ে পড়ছে সোনার দাম (gold price)। নতুন মাস পড়তে না পড়তেই উর্দ্ধমুখে থাকা সোনার দামের গ্রাফ, ক্রমাগত নিম্নগামী হয়েই চলেছে। তাই সোনার দামের পতন দেখে হাসির ঝলক ফুটে উঠেছে মধ্যবিত্তের চোখে মুখে।

বুধবার বিকেল ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। তবে বিধিনিষেধে কিছু ছাড় থাকার কারণে, দোকান কিংবা অনলাইন- সোনার গহনা কেনার ধুম পড়ে গেল।

   

silver gold price on 31 st march in kolkata

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৭ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭২৯০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭২৯ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৯৯০ টাকা এবং ১ গ্রামের ৪৯৯৯ টাকা।

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৭০৪০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৭০৪ টাকা।

silver gold price on 5 th march in kolkata

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৫১৩২০ টাকা এবং ১ গ্রামের ৫১৩২ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৪৯০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৪৯০ টাকা।

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম বেড়ে দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬৮ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬৮০ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর