মহালয়ার শুভক্ষণে বেশকিছুটা কমলো সোনার দাম, রইল আজকের দর

বাংলাহান্ট ডেস্কঃ মহালয়ার শুভক্ষণে বেশকিছুটা কমলো সোনার দাম (gold price)। সোনা মানুষের লাগে না এমন কোন অনুষ্ঠান নেই, মানুষের সমস্ত শুভ অনুষ্ঠানেই সোনা অপরিহার্য। তাই এই উৎসবের মরশুমে সোনার দামের পতন দেখে মুখে হাসি মধ্যবিত্তের।

বুধবার বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত দামের এই পতন খুব ভালো ভাবেই লক্ষ্য করা গেল। সোনার দাম কম দেখে ইতিমধ্যেই দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা।

gold jewellery metal commodity 770x433 1

সোনার দাম
কলকাতার বাজারে আজকের দিনে গহনা সোনার (today’s gold price) দাম কমে দাঁড়িয়েছে ৪৫ হাজারের ঘরে। অর্থাৎ, ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৬০০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৬০০ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৮৭০০ টাকা এবং ১ গ্রামের ৪৮৭০টাকা।

new delhi women busy buying gold ornaments on the occasion of dhanteras 1094220

অন্যদিকে দিল্লীতে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৪৫৭৫০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৫৭৫ টাকা।

২৪ ক্যারেটের দাম পড়ছে ১০ গ্রামের ৪৯৯১০ টাকা এবং ১ গ্রামের ৪৯৯১ টাকা।

ভারতের মধ্যে সবথেকে দাম কম থাকে কেরালা, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর সহ বেশ কয়েকটি জায়গায়। সেখানে আজকের দিনে ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম রয়েছে ৪৩৬০০ টাকা এবং ১ গ্রামের দাম ৪৩৬০ টাকা।

silver jewellery 1518089977 3635145

রূপোর দাম
সোনার দাম দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম হলেও, রূপোর দাম (silver price) কিন্তু গোটা ভারতেই সমান থাকে। আজকের দিনে রূপোর দাম দাঁড়িয়ে ১ গ্রামের দাম পড়েছে ৬০.৭০ টাকা এবং ১০ গ্রামের দাম রয়েছে ৬০৭ টাকা।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর